বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে শনিবার রাতে একদল মহিলা আক্রমণ করে। যদিও তার আগে অভিনেত্রীর চালক বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে তিনজনকে ধাক্কা মারে। পরে ক্ষমা চেয়ে বিষয়টা মেটানোর বদলে নাকি অভিনেত্রী তাঁদের উপর পাল্টা চোটপাট করেন। তাতেই তাঁরা ক্ষেপে যান। এদিন যাঁরা এই দুর্ঘটনায় পড়েছিলেন তাঁদের মধ্যে বয়স্ক কিছুজনও ছিলেন। তাঁরা অভিনেত্রীকে মারতে এলে তখন তিনি ক্ষমা চাইতে শুরু করেন এবং অনুরোধ করেন তাঁকে যেন মারা না হয়।
এদিন ফ্রি প্রেস জার্নালের একটি রিপোর্টে জানানো হয়েছে রবিনা ট্যান্ডনের গাড়ির চালক নাকি বেপরোয়া ভাবে গরু চালাচ্ছিলেন। তখনই তিনি মুম্বইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে তিনজনকে ধাক্কা মারেন। এই ঘটনার পর স্থানীয়রা যখন তাঁদের গাড়িকে ঘিরে ধরে তখন অভিনেত্রী নেমে আসেন। এবং পাল্টা চোটপাট চালান।
আরও পড়ুন: মৃত্যুর পর ৮ বছর পর ভোট দিলেন অভিনেতা দীপাঞ্জনের শ্বশুর! কাণ্ড দেখে বললেন, 'তোমার হয়ে কাজটা...'
আরও পড়ুন: লাহোর ১৯৪৭ এর শ্যুট শেষ করলেন প্রীতি, কামব্যাক মুভি নিয়ে কেন লিখলেন 'কেরিয়ারের কঠিনতম ছবি'?
ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে সেই মহিলারা যখন রাগের চোটে রবিনাকে মারতে যাচ্ছেন তখন তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এবং সমানে 'আমাকে মেরো না, আমাকে মেরো না' বলে চেঁচাচ্ছেন।
এছাড়া জানা গিয়েছে এদিন না অভিনেত্রী মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি, তাঁর স্বামী এবং যাঁদের তিনি এদিন হেনস্থা করেছিলেন সকলেই খার থানায় গিয়েছিলেন। যদিও তার আগেই ধস্তাধস্তির সময় সেই মহিলারা রীতিমত অভিনেত্রীকে হুমকি দেন যে তাঁকে সেই রাত জেলে কাটাতেই হবে।
তবে এদিনের ঘটনার বিষয়ে এখনও মুখ খোলেননি রবিনা। কিন্তু ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে তিনি যে ব্যক্তি ভিডিয়ো করছিলেন তাঁকে ভিডিয়ো করতে নিষেধ করছেন।