জন্ম ২০০৫-এর ১৬ মার্চ। দেখতে দেখতে ২০ বছরে পা রেখেছে বলিপড়ার এই সেলেব কিড। আজ ১৬ মার্চ, রবিবার তাঁর জন্মদিন। আর এই দিনেই তাঁর অভিনেত্রী মা-ই ছোটবেলার এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। সিনেমার দুনিয়ায় ডেবিউ-ও করে ফেলেছে সেদিনের এই শিশুটি। তাঁর মা তারকা অভিনেত্রী, বাবা ফিল্ম ডিস্ট্রিবিউটর। সেই বাবা-মায়ের একমাত্র মেয়ে সে। তবুও তাঁর দুই আপন দিদি রয়েছে। যাঁরা কিনা তাঁর মায়ের সন্তান, তবে বাবার নয়। এই দিদিদের একসময় দত্তক নিয়েছিলেন তাঁর মা।
তাহলে কে এই শিশু? চিনতে পারছেন?
ঠিক বুঝতে পারলেন না তো! তাহলে খোলসা করেই বলা যাক। এই শিশুটি রবিনা ট্যান্ডন ও অনিল থাডানির মেয়ে রাশা থাডানি। চলতি বছরই (২০২৫) বলিউডে পা রেখেছেন রাশা। অভিষেক কাপুরের পিরিয়ড ড্রামা ‘আজাদ’-এ দেখা গিয়েছে রাশাকে। যে ছবিতে রাশার বিপরীতে দেখা গিয়েছিল অজয় দেবগনের ভাগ্নে আমান দেবগনকে। ছবিটি যদিও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। আজ ১৬ মার্চ সেই রাশা থাডানির জন্মদিন। মেয়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছোটবেলার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রবিনা। সঙ্গে মেয়েকে দিয়েছেন অনেক ভালোবাসা ও আশীর্বাদ।
প্রসঙ্গত, রাশা ছাড়াও রবিনার ট্যান্ডন ও অনিল থাডানির এক পুত্র সন্তানও রয়েছেন নাম রণবীর থাডানি। আর রবিনার দত্তক দুই কন্যার নাম পূজা ও ছায়া। যাঁদের বিয়ের বহু আগেই দত্তক নিয়েছিলেন রবিনা। বর্তমানে ছায়া ও পূজার বিয়েও হয়ে গিয়েছে।
১৯৯৫ সালে, মাত্র ২১ বছর বয়সে, পূজা ও ছায়াকে দত্তক নিয়েছিলেন রবিনা ট্যান্ডন। তখন পূজার বয়স ছিল ১১, আর ছায়ার ৮। পূজা ও ছায়াকে দত্তক নেওয়ার পর রবিনা শর্ত ছিল, তিনি তাঁকেই বিয়ে করবেন, যিনি পূজা ও ছায়া এবং তাঁদের পোষ্য কুকুরদেরও গ্রহণ করবেন এবং ভালোবাসবেন। অনিল থাডানি রবিনার সব শর্ত মেনেই তাঁকে বিয়ে করেছিলেন। পরে তাঁদের দুই সন্তন হয়, রাশ ও রণবীরবর্ধন। রবিনার বড় মেয়ে পূজা বর্তমানে ইভেন্ট ম্যানেজার এবং ছায়া এয়ার হোস্টেস হিসেবে কাজ করেন।