‘মোহরা’ ছবির আইকোনিক ‘টিপ টিপ বরসা’ পানিতে ফের একবার মঞ্চ কাঁপালেন রবিনা টন্ডন। রোহিত শেট্টির সূর্যবংশী ছবিতে ক্যাটরিনা কাইফ নেচেছিলেন এই গানের নতুন ভার্সনে। তবে রবিনা বুঝিয়ে দিলেন বলিউডের আসল ‘টিপ টিপ বরসা পানি’ গার্ল তিনিই! সদ্য ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন রবিনা। সেখানেই এই গানে নাচলেন নব্বইয়ের দশকের এই হিট নায়িকা।
ইনস্টাগ্রামে শুক্রবার এই ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, ‘জব ফারহা অউর কপিল নে পানি মে আগ লগা দি’(যখন ফারহা আর কপিল মিলে জলে আগুন লাগিয়ে দিল)। ভিডিয়োর শুরুতে দেখা গেল স্টেজের উপর নাচছেন ফারহা আর কপিল, পিছনের সোফায় বসে থাকতে দেখা গিয়েছে রবিনা।কিন্তু তিনি নাচতে শুরু করবার পর রবিনার উপর থেকে চোখ ফেরানো দায়!
ভিডিয়োতে লাল রঙা স্কার্ট আর এক কাঁধ খোলা টপে দেখা মিলল রবিনার। গত জানুয়ারি মাসে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন রবিনা। সেই সময়ই শ্যুটিংয়ের ফাঁকে এই ভিডিয়োটি শ্যুট করেছিলেন রবিনা-ফারহা-কপিল। এতদিনে সেই ভিডিয়ো প্রকাশ্যে আনলেন ‘মোহরা’ নায়িকা। ফ্যানেরা এই ভিডিয়োতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘টিপ টিপ বরসা পানি গানটা শুরু রবিনার জন্য, সেই গান কেউ রিক্রিয়েট করতে পারবে না’।
ভিডিয়োর কমেন্ট বক্সে ফারহা খান লিখেছেন, ‘হাহাহাহা’। ইনস্টা স্টোরিতে এই ভিডিয়ো শেয়ার করে ফারহা লেখন, ‘রবিনা সবসময়ই সেন্টার স্টেজ নিয়ে নেয়’।