অভিনেত্রী রবিনা ট্যান্ডন ও তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে এবার উঠল মারধোরের অভিযোগ। অন্যদিকে, অভিনেত্রীরও দাবি তাঁদের সঙ্গে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় কিছু মহিলা অভব্য আচরণ করেছেন।
রবিনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তোলপাড় স্যোশাল মিডিয়া। ১ জুন, শনিবার গভীর রাতে অভিনেত্রীকে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তিনজন মহিলা ঘিরে ধরেন, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন বলে অভিযোগ।
আবার অন্যদিক থেকে অভিযোগ আসে, রবিনার ড্রাইভার বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে রিজভি কলেজের কার্টার রোডের কাছে তিনজনকে ধাক্কা দেন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে অভিনেত্রী নিজেও মদ্যপ অবস্থায় ছিলেন। তিনিও এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারিদের উদ্দেশ্যে নানান কটুক্তি করেন। পাশাপাশি গায়েও হাত তোলেন বলে অভিযোগ।
আরও পড়ুন: 'আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি…' বিবাহবিচ্ছেদ নিয়ে কী বললেন সানজিদা শেখ
ইকোনমিক্স টাইমস পুরো ঘটনাটি পুলিশের কাছ থেকে জানতে চায়। এ বিষয়ে কথা বলতে গিয়ে, ডিসিপি রাজ তিলক রোশন বলেছেন, ‘অভিনেত্রীর ড্রাইভার গাড়ি পার্ক করছিলেন, সেই সময়, অন্যদিক থেকে আসছিলেন ওই মহিলারা। গাড়িটি তাঁদের ধাক্কাও দেয়নি তার সত্ত্বেও তাঁরা গাড়িটিকে উদ্দেশ্য করে চিৎকার করতে শুরু করেন। 'এটা গাড়ি চালানো হচ্ছে? ' বলে চিৎকার করেন। তারপর বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে গন্ডোগোল শুরু হয়, সেটা ধীরে ধীরে আরও খারাপ দিকে যায়, শুরু হয় ঝগড়া। এই সময় রবিনাও গাড়ি থেকে নেমে এসে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।
তিনি আরও বলেন, "দুই পক্ষই থানায় এসেছিল এবং আমরা তাঁদের দু'পক্ষেরই অভিযোগ পৃথক ভাবে শুনি। কিন্তু তখন উভয় পক্ষই বলেছিল যে আমাদের কাছে কোনও অভিযোগ দায়ের করার নেই। কারোর মাথাতেও কোন আঘাত ছিল না, যদি কারোর গায়ের উপর গাড়ি উঠত তাহলে আমরা নিশ্চয়ই অভিযোগ গ্রহণ করতাম।"
আরও পড়ুন: 'আমার হাত থেকে…' বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নাতাশার পোস্ট! হইচই নেটপাড়ায়
এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, "ঘটনার সময় রবিনা বাচ্চাদের সঙ্গে একা ছিলেন, এবং তিনি কেবল তাঁর ড্রাইভারকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়েছিলেন। এইসময় অন্য পক্ষ ছবি তোলা ও ভিডিয়ো করা শুরু করে। যদি সিসিটিভি ফুটেজটি দেখেন, তাহলে দেখতে পাবেন, অভিনেত্রী কেবল সকলকে শান্ত করারই চেষ্টা করছেন, কিন্তু পরিবর্তে তাঁরা গালিগালাজ শুরু করায় পরিস্থিতি আরও জটিল হয়। এমনকি অভিযোগ করা হচ্ছে যে অভিনেত্রী মদ্যপ ছিলেন, কিন্তু এই কথাটাও সম্পূর্ণ মিথ্যা।"
ভাইরাল ফুটেজে, অভিনেত্রীকে হট্টগোলের মধ্যে দেখা যায়, স্থানীয়রাই বিষয়টি প্রথমে পুলিশকে জানায়। ভিডিয়োয় একজন অভিযোগকারীকে বলতে শোনা যায়, "তোমাকে জেলে রাত কাটাতে হবে। আমার নাক দিয়ে রক্ত পড়ছে।" বিশৃঙ্খলার মধ্যে, অভিনেত্রীকে অনুরোধ করতে শোনা যায়, "ধাক্কা দেবেন না। দয়া করে আমাকে আঘাত করবেন না।"