বাংলা নিউজ > বায়োস্কোপ > Raveena-Akshay: ‘কেন ব্লাড প্রেসার বাড়াব’, পুরনো প্রেমিক অক্ষয়কে নিয়ে প্রশ্ন করতেই জবাব রবিনার

Raveena-Akshay: ‘কেন ব্লাড প্রেসার বাড়াব’, পুরনো প্রেমিক অক্ষয়কে নিয়ে প্রশ্ন করতেই জবাব রবিনার

অক্ষয় কুমারের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন রবিনা ট্যান্ডন। 

একসময় চুটিয়ে প্রেম করেছিলেন রবিনা-অক্ষয়। দুজনের বাগদানও হয়ে গিয়েছিল। তবে সে সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি এই ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে কথা বললেন রবিনা ট্যান্ডন।

রবিনা ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে ছিলেন অক্ষয় কুমার একসময়। সম্প্রতি এই প্রেমের ভেঙে যাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, জীবনের বিশেষ কিছু দিক ‘ব্লক’ করে দিতে তিনি ভালো পারেন। কারণ তখনই ঠিক করে নিয়েছিলেন এই নিয়ে প্রেসের কোনও লেখা তিনি পড়বেন না কখনও। রবিনা আরও জানালেন, ‘ভেঙে যাওয়া বাগদান’ এখনও তাঁর মাথার উপর ঝুলছে, যার কারণ তিনি বুঝে উঠতে পারেন না। 

সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথোপকথনে রবিনাকে কথা বলতে শোনা যায় কীভাবে তাঁর নাম গুগল করা হলেই উঠে আসে অক্ষয় কুমারের প্রসঙ্গ। অভিনেত্রী বলে ওঠেন, ‘হ্যাঁ এটা দেখা যায় ওর সঙ্গে যারা জড়িত হয়েছিল তাঁদের সঙ্গেও আমার যুদ্ধ চলছে। আরে বাবা আমি যখন ওর জীবন থেকে সরে গিয়েছিলাম তখন আমি অন্য কারও সঙ্গে সম্পর্কে ছিলাম, ও নিজেও অন্য কাউকে ডেট করছিল। তাহলে হিংসের প্রসঙ্গ আসছে কেন?’

রবিনা আরও বলে ওঠেন যে তিনি 'ভুলেই গিয়েছেন' ঠিক কখন তিনি অক্ষয়ের সঙ্গে বাগদান করেছিলেন। কারণ ঠিক করে নিয়েছিলেন যে তিনি প্রেসে সেই পর্বটি সম্পর্কে প্রকাশিত কিছু পড়বেন না। ‘আমরা একটি হিট জুটি ছিলাম, মোহরার সময়, এবং এখনও। যখন সামাজিকভাবে আমাদের একে-অপরের সঙ্গে দেখা হয় আমরা সবাই আড্ডা দিই। সবাই এগিয়ে যায়। মেয়েরা কলেজে প্রতি সপ্তাহে তাদের বয়ফ্রেন্ড বদলাচ্ছে, কিন্তু একটা এনগেজমেন্ট ভেঙ্গে থাকা এখনও আমার মাথার উপরে যেন ঝুলছে। কেন জানি না! সবাই এগিয়ে যায়, মানুষ ডিভোর্স হলেও এগিয়ে যায়, এতে এত বড় ব্যাপার কী আছে?’, বললেন রবিনা। 

মোহরার সময় একসঙ্গে কাজ করতে গিয়ে একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়ায় রবিনা আর অক্ষয়। শোনা যায়, সেলফি অভিনেতা শর্ত দিয়েছিলেন অভিনেত্রীকে কেরিয়ার এবং তাঁর মধ্যে থেকে একটা বেছে নিতে হবে। এই কারণেই নাকি বিচ্ছেদ। এমনকী, সেই সময় সংবাদপত্রে লেখালিখি শুরু হয় যে রবিনার সঙ্গে বিচ্ছেদের পর তাঁরই মতো দেখতে নায়িকাদের সঙ্গে প্রেম করছেন খিলাড়ি কুমার। এই সাক্ষাৎকারে এবিষয়ে প্রশ্ন করা হলে রবিন জবাব দেন, ‘বললমা না আমি এসব কিছুই পড়িনি। কেন শুধু শুধু নিজের ব্লাড প্রেসার বাড়াব’

 

 

বন্ধ করুন