বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রয়াত রবিনার বাবা রবি ট্যান্ডন, ‘তোমাকে যেতে দেব না আমি কখনো’, লিখলেন নায়িকা

প্রয়াত রবিনার বাবা রবি ট্যান্ডন, ‘তোমাকে যেতে দেব না আমি কখনো’, লিখলেন নায়িকা

প্রয়াত রবিনা ট্যান্ডের বাবা পরিচালক রবি ট্যান্ডন।

বাবাকে হারিয়ে শোকে কাতর রবিনা ট্যান্ডন। 

বাবাকে হারালেন বলিউড অভিনেত্রী, পরিচালক-প্রযোজক রবিনা ট্যান্ডন। সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কিছু পুরনো ছবিও দিলেন অভিনেত্রী। সঙ্গে চোখে জল আনা বার্তা দিলেন নিজের প্রয়াত বাবার উদ্দেশে। 

রবিনা ফোটোগুলির ক্যাপশনে লিখলেন, ‘তুমি সবসময় আমার সাথে হাঁটবে। আমি সবসময় তোমার থাকব। তোমাকে যেতে দেব না আমি কখনোই। ভালোবাসি বাবা তোমায়।’

একাধিক বলি তারকা এই পোস্টে মন্তব্য করে সান্ত্বনা জানিয়েছেন রবিনাকে। জুহি চাওলা লিখেছেন, ‘তোমার ও তোমার পরিবারের জন্য আমার সমবেদনা রইল। ওঁর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।’ কমেন্ট করে সমবেদনা জানিয়েছেন নীলম কোঠারি, চাঙ্কি পাণ্ডেও।

ভোররাতে মারা যআন রবিনা ট্যান্ডনের বাবা রবি ট্যান্ডন। নিজের বাড়িতেই ৩.৪৫-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন। শ্বাসজনিত সমস্যার কারণে মৃত্যু হয় তাঁর। বলিউডের খ্যাতনামা পরিচালক ছিলেন তিনি। ‘খেল খেল মে’, ‘অনোখি’, ‘মজবুর’, ‘খুদ-দার’, ‘জিন্দেগি’র মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি। 

১৯৩৫ সালের ১৭ ফেব্রুয়ারি আগ্রায় জন্ম হয় রবি ট্যান্ডনের। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৬ বছর। রেখে গেলেন স্ত্রী বীনা ট্যান্ডন ও ছেলে-মেয়ে রাজীব ও রবিনাকে।

বন্ধ করুন