রবি কিষাণ এদিন জানালেন তিনি যখন প্রথম বিহার থেকে মুম্বই এসেছিলেন তখন তিনি কাস্টিং কাউচের শিকার হন। একই সঙ্গে জানান কতটা লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। তবুও কীভাবে তিনি নিজের সঙ্গে ঘটতে পারত এমন অনভিপ্রেত ঘটনাকে আটকেছিলেন। কেবল জেদ এবং অধ্যাবসায় দিয়ে সফল হতে চেয়েছিলেন বলেও জানান ভোজপুরি তথা বলিউডের খ্যাতনামা অভিনেতা।
আরও পড়ুন: 'ভোজপুরি তো হবে না', ইমনের পর এবার শ্রোতার আবদার খারিজ দিব্যাণীর! 'ফুলকি'র তারিফ গর্গর
কাস্টিং কাউচ নিয়ে কী জানালেন রবি কিষাণ?
শুভঙ্কর মিশ্রকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি রবি কিষাণ জানিয়েছেন মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরুষরাও হেনস্থার শিকার হন। তিনি বিস্তারিত ভাবে জানান অল্প বয়সী, সুদর্শন এবং অর্থনৈতিক ভাবে স্ট্রাগল করছে এমন ব্যক্তিদের বলিউডে টার্গেট করা হয়, তাঁদের থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়। রবি কিষাণ এদিন আরও জানান যে এই জিনিসটা কেবল ফিল্ম জগতে সীমাবদ্ধ নেই। সমস্ত ফিল্ডেই এটা ঘটে থাকে।
রবি কিষাণ এদিন জানান তিনি নিজেও এমন একাধিক ঘটনার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে যখন তাঁর অল্প বয়স ছিল, রোগা ছিলেন, লম্বা চুল রাখতেন, কানে দুল পরতেন সেই সময়ে। তবে রবি এও জানতেন যে সাফল্য কখনও শর্টকাট পদ্ধতিতে পাওয়া যায় না। যাঁরা সেটার চেষ্টা করেন তাঁদের পরিমাণ ভোগ করতেই হয়। তাই তিনি সবসময় শর্টকাট এড়িয়ে চলতেন। বরং ধৈর্য ধরতে সফল হওয়ার জন্য।
এদিন এই সাক্ষাৎকারে রবি কিষাণ সকলকে ধৈর্য ধরার বিষয়ে পরামর্শ দেন। বুদ্ধি দেন জীবনে কখনও শর্টকাট না নেওয়ার। তাঁর মতে যখন যাঁর সময় আসবে সে ঠিক খ্যাতি পাবে। এই বিষয়ে তিনি উদাহরণ দিয়ে বলেন ৯০ এর দশকে অক্ষয় কুমার, অজয় দেবগন যখন তারকা হয়ে যান তখন রবি নিজে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন তাঁর নিজের সময় আসার জন্য। আর সেটার ফল তিনি এখন ভোগ করছেন।
আরও পড়ুন: কেবল রাজনীতির ময়দানে নামার নয়, এসেছিল মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ! কোন ভয়ে অফার ফেরান সোনু?
প্রসঙ্গত রবি কিষাণ অভিনীত লাপাতা লেডিজ ছবিটিকে এবার ভারতের তরফে আনুষ্ঠানিক ভাবে অস্কারে পাঠানো হয়েছিল। কিন্তু কিরণ রাওয়ের সেই ছবিটি দৌড় থেকে ছিটকে গিয়েছে। এই বিষয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। এই ছবিতে অভিনেতাকে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল।