বিরাট কোহলির জনপ্রিয়তার কথা সকলেই জানেন। তাঁর কমেডি, হিউমার, খেলা সবের জন্য তাঁর গুণমুগ্ধের সংখ্যা অগণিত। দেশে, বিদেশে ছড়িয়ে তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু পোস্ট করলেই নিমেষেই সেগুলো ভাইরাল হয়ে যায়। লক্ষাধিক লাইক পায়। কিন্তু এদিন খোদ অধিনায়ককে ছাপিয়ে গেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিরাটকে হারাল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
এতদিন পর্যন্ত কোনও ভারতীয় বা ভারতীয় চ্যানেল হিসেবে সব থেকে অল্প সময়ে ইনস্টাগ্রামে লক্ষাধিক লাইক পেয়েছে বিরাট কোহলির পোস্ট। ১০ মিনিটে ১ মিলিয়ন লাইক পেয়েছিল তাঁর একটি পোস্ট। এছাড়া আগে ১২, ১৩ এবং ১৪ মিনিটেও তাঁর একাধিক পোস্ট টপকেছে ১ মিলিয়ন লাইক। তিনি ছাড়াও এই তালিকায় আছেন এলভিস যাদবের নাম। তাঁর একটি পোস্ট একবার ১১ মিনিটে ১০ লক্ষ লাইক পেয়েছিল। এই প্রথমবার তাঁদের দুজনকে ছাপিয়ে গেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৯ মিনিটে ১০ লাখ লাইক পেল তাদের একটি পোস্ট। আর এটা সম্ভব হল ওমেন্স প্রিমিয়ার লিগের কারণে।
আরও পড়ুন: 'ভালো গান, যোগ্য সম্মান...' আসছে সারেগামাপা, কবে থেকে শুরু হচ্ছে অডিশন? জেনে নিন ঝটপট
আরও পড়ুন: যোদ্ধা - বস্তারের ভিড়ে কামাল 'শয়তান' - এর! বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার অজয়ের ছবির
এবারের ওমেন্স প্রিমিয়ার লিগে বিজয়ী হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুরুষদের দলের কাছে এখনও যে ট্রফি অধরা সেটাই মেয়েরা করে দেখাল। WPL এবারের চ্যাম্পিয়ন RCB।
তাঁদের জয়ের একাধিক মুহূর্ত বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন: খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রহস্য - রোমাঞ্চ - মজায় মোড়া 'মার্ডার মুবারক' কেমন হল?
কে কী বলছেন এই খবরে?
এক ব্যক্তি দঙ্গল ছবির সংলাপ ধার করে লেখেন, ' ট্রফি ট্রফিই হয়, সে ছেলে আনুক বা মেয়ে।' আরেক ব্যক্তি লেখেন, 'RCB এর মহিলারা করে দেখিয়ে দিল যা পুরুষরা পারল না এতদিনে।' কেউ আবার লেখেন, 'ইতিহাস তৈরি হল! কী দারুণ এক মুহুর্ত।'