ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে মডেল নাতাশা স্ট্যানকোভিচের প্রেম ও বিয়ের কথা সকলেরই জানা। দীর্ঘদিন তাঁদের মাখো মাখো প্রেমের ছবি দেখতেই অভ্যস্ত নেটপাড়া। ২০২০র ৩১ মে বিয়ে করেছিলেন হার্দিক-নাতাশা। সেবছরই ৩০ জুলাই তাঁদের প্রথম সন্তান অগস্ত্যর জন্ম হয়।
এদিকে চলতি বছরের (২০২৪) মার্চে হার্দিক পান্ডিয়ার 'খারাপ' আইপিএল পারফরম্যান্সের কারণে অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছিলেন তাঁর স্ত্রী, সার্বিয়ান মডেল ও অভিনেতা নাতাশা স্ট্যানকোভিচ। তবে সম্প্রতি নেটপাড়ায় জোর জল্পনা 'নাতাশা ও হার্দিক আলাদা হয়ে গেলেন?' 'বিয়ে ভাঙছে নাকি?' সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম রেডিটের পোস্টে এই জল্পনা তৈরি হয়েছে।
রেডিটে বিচ্ছেদের জল্পনা
রেডিট পোস্টে লেখা হয়েছে, 'যদিও এটা কেবলই একটা জল্পনা, তবে হার্দিক ও নাতাশা দু'জনেই একে অপরকে নিয়ে কোনও ইনস্টাস্টোরি পোস্ট করছেন না । এর আগে নাতাশার ইনস্টাগ্রামে নাতাশা স্ট্যানকোভিচ পান্ডিয়া লিখতেন, তবে এখন তিনি হার্দিকের নাম পুরোপুরি মুছে দিয়েছেন।'
আরও লেখা হয়েছে যে, ‘নাতাশার জন্মদিন ছিল ৪ মার্চ, তবে সেদিন হার্দিক কোনও পোস্ট করেননি। যেখানে শুধু তাঁদের মাঝে ছেলে অগস্ত্য রয়েছে, সেগুলি বাদে নাতাশা হার্দিকের সঙ্গে তাঁর সাম্প্রতিক সমস্ত পোস্টও মুছে ফেলেছেন। তাছাড়া এবারের আইপিএলে হার্দিকের জন্য নাতাশাকে মাঠেও যেতে দেখা যায়নি। ওদের মধ্যে কিছুতে সমস্যা অবশ্যই হয়েছে।’
বিচ্ছেদের দাবির প্রতিক্রিয়া
রেডিটে অনেকেই এই জল্পনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, 'এতে মোটেও অবাক হইনি! হতেই পারে। ' আরেকজন লিখেছেন, ‘ঠিক আছে, তবে হার্দিকই ওর সঙ্গে প্রতারণা করেছেন। তাঁকে লন্ডনে অন্য কোনও মেয়ের সঙ্গে দেখা গিয়েছিল।’ কারোর মন্তব্য, ‘এত দ্রুত কোনও দম্পতি বর্তমান অবস্থা সম্পর্কে অনুমান করা তাড়িহুড়ো হয়ে যাবে। নাতাশা কিন্তু হার্দিকের সঙ্গে সমস্ত পোস্ট মুছে ফেলেননি। আর IPL-এ দেখতে না যাওয়ার প্রসঙ্গ যদি ওঠে, তাহলে বলব, হার্দিকই হয়ত তাঁকে এই ম্যাচ দেখতে যেতে নিষেধ বলেছেন। কারণ নাতাশা তাঁর স্ত্রী বলে অনেকেই তাঁকে ট্রোল করছেন।’
কারোর কথায়, 'আমার মনে হয় আইপিএল নিয়ে ট্রোলিং এবং ঘৃণা ছড়ানোর কারণেই হার্দিক তাঁকে দূরে থাকতে বলেছেন। এদেশের লোকদন ক্রিকেটারদের স্ত্রীদের অপমান বা হুমকি দিতে বড্ড তৎপর। মনে আছে সেসময় ধোনির ৫ বছরের মেয়েকেও লোকজন কীভাবে হেনস্থা করত! তাই হার্দিক-নাতাশা হয়ত সতর্কতা অবলম্বন করছেন।
সম্প্রতি, সার্বিয়ান মডেল এবং অভিনেতা নাতাশা স্ট্যানকোভিচকে আইপিএল ২০২৪-এ হার্দিকের পারফরম্যান্সের জন্য তীব্র ট্রোলড হতে হয়েছে। আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ শুরু নিয়ে নাতাশার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে তাঁর বিরুদ্ধে অপমান ও অবমাননাকর মন্তব্যের বন্যা বয়ে যায়।