রেখার সঙ্গে অমিতাভের পরকীয়া নিয়ে একটা সময় ফিল্ম ম্যাগজিনগুলোতে কম লেখালেখি হয়নি। জানা যায়, ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে রেখা-অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য বিচলিত করেছিল জয়াকে। স্ত্রীকে খুশি রাখতে রেখার সঙ্গে আর সিনেমা না করার সিদ্ধান্তও নিয়েছিলেন অমিতাভ। পরে যদিও যশ চোপড়ার ‘সিলসিলা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ, রেখা ও জয়া। সেই শেষ! গত চার দশকে অমিতাভের সঙ্গে কখনও স্ক্রিন শেয়ার করেননি রেখা। অথচ বলিউডের অন্যতম আইকনিক জুটি তাঁরা।
বচ্চন পরিবারের সঙ্গে রেখার শীতল সম্পর্ক নিয়ে কম রটনা নেই। তবে আম্বানিদের পার্টিতে ধরা পড়ল একদম অন্য ছবি। শনিবার রাতে নীতা মুকেশ আম্বানি কালচালার সেন্টারের গালা উদ্বোধনের দ্বিতীয় দিন হাজির ছিলেন রেখা, পৌঁছেছিলেন ঐশ্বর্য-আরাধ্যাও। বচ্চন পরিবারের নতুন প্রজন্মের সঙ্গে রেখার বন্ডিং এদিন সবার চোখ টানল।
এদিন অমিতাভের নাতনিকে বুকে টেনে নিলেন রেখা। আরাধ্য়াকে জড়িয়ে ধরে তুললেন ছবি, পাশে হাসিমুখে দেখা মিলল বিগ বি-র বহুরানি ঐশ্বর্যর। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার সুবাদে এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল সকলে। বলিউডের এভারগ্রিন বিউটি রেখা এদিন পরেছিলেন সবুজ ও সোনালি কাঞ্জিভরাম শাড়ি। সঙ্গে মাথাপট্টি, গলাভর্তি নেকলেস আর গজরায় মোহময়ী লুকে বলিউডের অরিজিন্যাল ‘উমরাও জান’। অন্যদিকে রেখার উত্তরসূরী ঐশ্বর্যর দেখা মিলল কালো রঙের শারারায়। সোনালি রঙা সাবেকি পোশাকে ঝলমল করল আরাধ্যা।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন ঐশ্বর্যকে ফের একছাদের তলায় পাওয়া গেল তাঁর প্রাক্তন সলমন খানের সঙ্গে। আম্বানিদের ডাকে এদিনও হাজির হয়েছিলেন শাহরুখ খান, কৃতি শ্যানন, সইফ-করিনা, হৃতিক-সবা, অর্জুন-মালাইকা, গৌরী-সুহানারা।
প্রসঙ্গত, অমিতাভের প্রতি নিজের দুর্বলতার ও ভালোবাসার কথা বহুবার প্রকাশ্যে জানিয়েছেন রেখা, এই ব্যাপারে কোনওদিনই মুখ খোলেনি বচ্চন পরিবারের কোনও সদস্য। সিমি গেরেওয়ালের টক শো'তে অমিতাভের সঙ্গে প্রেম সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন নায়িকা। জবাবে রেখা সপাট জানান, ‘অবশ্যই! এটা খুব বোকা বোকা প্রশ্ন’। এরপর উত্তরটিকে সার্বিক করে বলেন, ‘আমি এমনও কোনও পুরুষ, মহিলা বা শিশুকে দেখিনি যে সম্পূর্নরূপে, প্রচণ্ডরকমভাবে, এবং প্যাশানেটলি ওই মানুষটাকে (অমিতাভ বচ্চন) ভালোবাসে না। আমিই বা কেন বাদ যাব?’ এরপর তিনি আরও বলেন, ‘আপনি সত্যিটা জানতে চান? কোনও পারসোন্যাল কানেকশন ছিল না ওঁনার সঙ্গে। এটাই সত্যি। আমি কেন অস্বীকার করব? আমি কি ওঁনাকে ভালোবাসি না? হ্যাঁ, অবশ্যই ভালোবাসি। গোটা বিশ্বের ভালোবাসা নিন, সঙ্গে আরও কিছু জুড়ে দেবেন- সেটাই ওই মানুষটার জন্য আমি অনুভব করি। এটাই ধ্রুব সত্য’।