১ অগস্ট বৃহস্পতিবার মুম্বইতে অনুষ্ঠিত হয়ে গেল জাহ্নবী কাপুরের নতুন ছবি উলঝের প্রিমিয়ার। তথা স্পেশ্যাল স্ক্রিনিং। আর সেখানেই হাজির গিয়েছিলেন রেখা। সেখানে তিনি এমন এক কাণ্ড ঘটান যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। তাঁর আচরণ এবং ব্যবহার দুই মন কেড়েছে নেটিজেনদের।
উলঝ ছবির স্ক্রিনিংয়ে রেখা
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে উলঝছবির স্পেশ্যাল স্ক্রিনিং থেকে। সেখানে দেখা যাচ্ছে রেখা তাঁর পিছনে থাকা উলঝ ছবির একটি বড় পোস্টার যেখানে জাহ্নবী কাপুরকে দেখা যাচ্ছে সেটাকে ছুঁয়ে দেখছেন তারপর সেটাকে চুমু খাচ্ছেন। এভাবেই যেন তিনি জাহ্নবী এবং তাঁর নতুন ছবিকে আশীর্বাদ জানালেন।
তাঁর এই কাজ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন রেখা নাকি তাঁর বন্ধু শ্রীদেবীকে মিস করছিলেন। এক ব্যক্তি লেখেন, 'শ্রীদেবী আর উনি তো খুবই কাছের ছিলেন একে অন্যের।' আরেকজন লেখেন, 'বলিউড তারকাদের ঠাকুমা হয়ে গিয়েছেন তিনি এখন।'
এদিন উলঝ ছবির প্রিমিয়ারে রেখা একটি পিচ রঙের টিস্যু সিল্ক শাড়ি পরে এসেছিলেন। সঙ্গে খোঁপা করেছিলেন। তাতে ফুল লাগাতে ভোলেননি।
উলঝ ছবি প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন সুহানা ভাটিয়া। জাহ্নবী কাপুর ছাড়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গুলশব দেভাইয়া, জিতেন্দ্র যোশী, রাজেন্দ্র গুপ্ত, আদিল হুসেন, প্রমুখ। শুক্রবার ২ অগস্ট ছবিটি বড় পর্দায় মুক্তি পেল।