সম্প্রতি আবু ধাবিতে অনুষ্ঠিত হয়ে গেল IIFA অ্যাওয়ার্ডস। আর সেই অনুষ্ঠানেই এদিন পারফর্ম করেন রেখা। না, শুধু পারফর্ম নয়। এই ৬৯ বছর বয়সে এসেও একটানা ২০ মিনিট পারফর্ম করেন তিনি একাধিক কালজয়ী গানে। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মুগ্ধ হয়েছেন দর্শকরা।
আরও পড়ুন: ফের একসঙ্গে করণ - 'রাহুল - টিনা'! IIFA এর মঞ্চে রানির আঁচল ধরে হাঁটলেন শাহরুখ, নিমেষে ভাইরাল ভিডিয়ো
আইফায় রেখার পারফরমেন্স
বয়স কেবল মাত্র একটা সংখ্যা, আর সেটাই যেন এদিন আইফার মঞ্চে প্রমাণ করে দিলেন রেখা। একটি গোলাপি রঙে আনারকলি পরেছিলেন তিনি এদিন। সঙ্গে গা ভর্তি গয়না। এই সাজেই ২০ মিনিট ধরে একটানা পারফর্ম করলেন তিনি।
আরও পড়ুন: ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বিচ্ছেদের পরেও ধন্যবাদ ঈশ্বরকে! সৌমিতৃষা বললেন, 'কোনও খামতি নেই, পরিবর্তন...'
এদিন আইফার তরফে তাঁর নাচের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। আর সেই ছবি ভিডিয়ো দেখে রীতিমত নস্টালজিয়ায় ভাসলেন নেটিজেনরা। এদিন রেখাকে ১৯৬৫ সালের ছবি গাইড থেকে পিয়া তোসে নয়না লাগে এবং ১৯৬০ সালের ছবি মুঘলে আজম থেকে মোহে পনঘাট পে-তে নাচ করেন। বাদ দেননি ১৯৬৪ সালের ছবি ও কৌন থির গান লগ যা গলে এবং ১৯৭৯ সালের মিস্টার নটওয়ারলাল ছবি থেকে পরদেশিয়া ইয়ে সচ হ্যায় পিয়া গান দুটিতে নাচ করতে।
তবে পারফরমেন্স ঝলক এদিন আইফার তরফে পোস্ট করে লেখা হয়, 'রেখা একটি দুর্ধর্ষ পারফর্ম করলেন নেক্সা আইফার মঞ্চে।' সেই ছবি ভিডিয়ো শেয়ার করেন নেটিজেনরা।
আরও পড়ুন: 'মিষ্টির দোকানে...' ফের চরম কটাক্ষের শিকার নুসরত, নেটিজেনদের নিশানায় এবার নায়িকার চেহারা বদলে পোশাক!
কে কী লিখলেন?
এক ব্যক্তি লেখেন, 'রেখা জি আপনি আমাদের মন একবার নয়, বারবার জিতেছেন। আপনার থেকে চোখ ফেরানো যাচ্ছে না।' আরেকজন লেখেন, 'মুঘলে আজম ছবি থেকে মধুবালার গানে রেখা নাচ করছেন, এর থেকে অপরূপ দৃশ্য আর কী হয়?'