গত বছর দ্য আর্চিস সিরিজের মাধ্যমে ডেবিউ সেরেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। এদিন তাঁর সঙ্গেই কিছুটা সময় কাটাতে দেখা গেল রেখাকে। অমিতাভ বচ্চনের নাতির সঙ্গে কিছু সময় কাটিয়েই আবেগঘন হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁরা দুজনেই সম্প্রতি রাজ কাপুরের জন্য শতবর্ষের অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানেই দেখা হল তাঁদের।
অমিতাভের নাতির সঙ্গে দেখা রেখার
সম্প্রতি যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মুম্বইয়ে রাজ কাপুরের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাপুর পরিবারের তরফে সেখানেই হাজির হয়েছিলেন রেখা, অগস্ত্য নন্দারা। এই বিষয়ে বলে রাখা ভালো, ভারতীয় ছবির প্রথম সিনেমাটিক বংশ বা সাম্রাজ্য কিন্তু এই কাপুরদেরই। সেই অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, নিতু কাপুর, করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশ্মা কাপুর, প্রমুখ।
এদিন রাজ কাপুরের এই জন্ম শতবর্ষ অনুষ্ঠানে এসেই রেখাকে রাজ কাপুরের যে পোস্টার লাগানো হয়েছিল সেটার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখা যায়। এরপরই তাঁর সঙ্গে দেখা হয় অগস্ত্যর। তখন বিগ বির নাতিকে জড়িয়ে ধরেন রেখা। তাঁকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। ফলে জিনিসটা সবাই খেয়াল করেছেন।
এই বিষয়ে বলে রাখা ভালো একটা সময় জল্পনা, চর্চা তুঙ্গে উঠেছিল অমিতাভ বচ্চন এবং রেখার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে। জয়া কে বিয়ে করার পরও অমিতাভ রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের সেই প্রেম তুমুল বিতর্ক তৈরি করেছিল সেই সময়। ঘটনাচক্রে তখন কুলির সেটে আহত হন অমিতাভ। একাধিক আঘাত লাগে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এমনকি কিছুক্ষণের জন্য তাঁকে মৃত অবধি ঘোষণা করে দেওয়া হয়। তারপর যদিও একটি ইনজেকশন দেওয়ার পর প্রাণ ফেরে অভিনেতার। দীর্ঘ সময় তখন ভেন্টিলেশনে ছিলেন অমিতাভ, হয় একাধিক সার্জারি। শোনা যায়, অমিতাভের সুস্থ হয়ে ওঠার জন্য দিনরাত প্রার্থনা করতেন রেখা।
আরও পড়ুন: দেওয়াল জুড়ে জনপ্রিয় ছবির ক্যারিকেচার! জন্ম শতবর্ষে রাজ কাপুরকে অভিনব কায়দায় শ্রদ্ধা সচিনের
এরপর ধীরে ধীরে অমিতাভ সুস্থ হয়ে ওঠেন একদিকে, আরেকদিকে ধামাচাপা পড়ে যায় তাঁদের সম্পর্ক। সেই বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে স্ত্রী জয়া বচ্চনের সঙ্গেই দাম্পত্য জীবনে মন দেন অমিতাভ বচ্চন।