রেখা মানেই ৭০ এও চিরযৌবনা। তাঁর রূপ, লাবণ্য, ইশারায় আজও মুগ্ধ কোটি কোটি মানুষ। তবে তাঁর অভিনয়, নাচ, শিল্পার জন্য তিনি যতটা চর্চায় থাকেন ঠিক ততটা চর্চায় থাকেন তাঁর ব্যক্তিগত সম্পর্ক, অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর রসায়ন, তাঁর সাজ বিশেষ করে সিঁদুরের জন্য। সম্প্রতি রেখা দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শোতে অতিথি হয়ে এসেছিলেন সেখানে তিনি ভালোবাসা, সম্পর্কের পাঠ পড়ালেন সবাইকে। কিন্তু জানেন কি তিনি কেন তাঁর স্বামীর মৃত্যুর পর আজও, এত বছর পরেও সিঁদুর পরেন? কী জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী?
আরও পড়ুন: কলকাতার শীতে যখন ‘সামার অফ ৬৯’-এর জাদু, কল্যাণীকে ‘আশিক’ বানালো হিমেশ!
কপিল শর্মা শোতে এসে কী বললেন রেখা?
এদিন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শোতে এসে বর্ষীয়ান অভিনেত্রী ভালোবাসার বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমার মতে যদি সঠিক মানুষকে ভালোবাসা যায় তাহলে একবার ভালোবাসা যথেষ্ট। কতবার ভালোবাসব? কত মানুষকে ভালোবাসব?' তিনি এদিন আরও বলেন, 'আমার মতে, মানে আমি আমারটুকু বলতে পারি, আমি সব কিছুকে ভালোবাসি। কাজকে ভালোবাসি, বন্ধুদের ভালোবাসি, দুনিয়াকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি। কিন্তু সবথেকে বেশি ভালোবাসি নিজেকে।'
তিনি এদিন যে ভালোবাসা নিয়ে পাঠ পড়ালেন সবাইকে কিন্তু তিনি কাকে ভালোবাসেন সেটা স্পষ্ট করেননি। তবে একটা সময় জোর চর্চা ছিল তাঁর এবং অমিতাভ বচ্চনের সম্পর্ক নিয়ে। কিন্তু সেই সম্পর্ক কখনই পরিণতি পায়নি। উল্টে ১৯৯০ সালে এক ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বিয়ের আগে মাত্র একবারই সেই ব্যক্তিকে দেখেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর, এত বছর ধরে তিনি টানা কেন সিঁদুর পরে আসছেন? কী জানিয়েছেন এই বিষয়ে?
কেন সিঁদুর পরেন রেখা?
বিয়ের সাত মাসের মধ্যেই আত্মহত্যা করেন রেখার স্বামী। তারপরও কেন সিঁদুর পরেন তিনি, এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিকে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে গিয়ে জানিয়েছিলেন, 'যে শহর থেকে আমি আসছি সেখানে সিঁদুর পরাটা ফ্যাশন।' কেবল এটাই নয়, তিনি একবার ভগ ম্যাগাজিনকে এই বিষয়ে বলেছিলেন, 'আমরা যখন কাউকে খুব ভালোবাসি সেই ভালোবাসা কি কখনও ফুরিয়ে যায়? একবার যে সম্পর্ক তৈরি হয় সেটা আজন্ম থেকে যায়।'