ঘর ভাঙতে পারে কি অভিষেক ঐশ্বর্যর? আম্বানিদের অনুষ্ঠানে ঐশ্বর্যকে বাকি বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল না। যদিও দেখা গেল রেখার সঙ্গে। বললেন, কিছু কথাও। সঙ্গ না দিলেও, একই ইভেন্টে উপস্থিত ছিলেন অমিতাভ ও রেখা। এদিকে, বিচ্ছেদের গুঞ্জনের মাঝে, স্বামী অভিষেকের হাত ছেড়ে, মেয়ে আরাধ্যার সঙ্গেই এদিন এসেছিলেন ঐশ্বর্য রাই। বর্ষীয়ান অভিনেত্রী রেখার সঙ্গেই এদিন পার্টি এনজয় করার ফাঁকেই দেখা তাঁর। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে এদিন।
জন সিনা থেকে শুরু করে কিম কারদাশিয়ান, অনেক বিখ্যাত তারকাই রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলেছিলেন। রজনীকান্ত থেকে শুরু করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, শচীন টেন্ডুলকার, এমএস ধোনিকেও দেখা গিয়েছিল অনন্ত-রাধিকার বিয়েতে। এই বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো এখন একের পর এক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে একটি ভিডিয়ো নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। যেখানে এই ক্লিপটি রেখার। অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে গল্প করতে দেখা গিয়েছে।
ভাইরাল ভিডিয়োতে ঠিক কী দেখা গিয়েছে
অনন্ত ও রাধিকার বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে নয়, মেয়ে আরাধ্যার সঙ্গে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই। অভিনেত্রী একটি লাল এবং সোনালি রঙের পোশাক পরেছিলেন, বরাবরের মতো খুব সুন্দর লাগছিল তাঁকে। একই সঙ্গে মেয়ে আরাধ্যা বচ্চনের লুকও এদিন চমৎকার ছিল। আর রেখাকে সোনালি শাড়ি, মখমলের মেরুন ব্লাউজে দেখা গিয়েছে এদিন, সঙ্গে তাঁর মানানসই গয়না এবং পোটলি ব্যাগটিও ছিল নজরকাড়া। এমন পরিস্থিতিতে আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া প্রবেশের সঙ্গে সঙ্গেই, রেখা ঐশ্বর্যকে দেখেই তাঁকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়েছিলেন। রেখা ও ঐশ্বর্যর এই মুহূর্তই ইন্টারনেটে এখন ভাইরাল।
মজার বিষয় হল, ঐশ্বর্য ২০০৬ সালে জেপি দত্তের পরিচালনায় ‘উমরাও জান’-এর চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রে আগে অভিনয় করেছিলেন রেখা। মুজাফফর আলীর ১৯৮১ সালের কাল্ট পিরিয়ড ড্রামা উমরাও জান-এর রিমেকে গণিকা চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্য। তাই আগে থেকেই তাঁরা একে অপরের সুপরিচিত।
তবে বাকি বচ্চন পরিবারের সঙ্গে বিয়েতে না আসায়, ঐশ্বর্য ও অভিষেকের বিচ্ছেদের খবর আবারও আলোচনায় এসেছে সোশ্যাল মিডিয়ায়। ঐশ্বর্য কেন অভিষেকের সঙ্গে বিয়েতে উপস্থিত হননি তা আপাতত কেউ জানে না। উল্লেখ্য, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন অনন্ত আম্বানি এবং রাধিকার বিয়েতে তাঁদের মেয়ে শ্বেতা বচ্চন, জামাই, ছেলে অভিষেক বচ্চন, নব্যা এবং অগস্ত্যকে নিয়ে এসেছিলেন।