‘কাভি খুশি কাভি গম’-এর লাড্ডুকে মনে আছে? সেই ছোট্ট ছেলেটা, যে বাবার বড্ড আদুরে। দাদাকে সে ভালোবাসে নিজের থেকেও বেশি, তবে ভয়ও পায়। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? ‘কভি খুশি কভি গম’-এ শাহরুখ খানের সেই ছোট্ট ভাইয়ের কথা বলা হচ্ছে। কী ভাবছে হৃতিক রোশন? নানা তিনি নন। ইনি লাড্ডুর ছোট্ট ভার্সন, কভিশ মজুমদার। ছবিতে তাঁর চরিত্রটিও যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি তিনি সবার নজরও কেড়েছিলেন। এতটুকু বয়সেই তাঁর অভিনয় ক্ষমতা দিয়ে দর্শকদের মনে ফেলে গিয়েছিল দীর্ঘস্থায়ী ছাপ। তবে সেই কভিশ এখন আর ছোট্টটি নেই, তিনি এখন রীতি মতো যুবক। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এখন কী করেন তিনি? তাঁকে দেখতেই বা কেমন হয়েছে?
বর্তমানেও তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে বরুণ ধাওয়ানের 'ম্যায় তেরা হিরো' ছবিতে কভিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। তিনি এবং বরুণ ভালো বন্ধু। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে, বরুণ ও কভিশ তাঁদের গভীর বন্ধুত্বের কথা জানান। বরুণ জানান, তিনি মুম্বইয়ের পৃথ্বী থিয়েটারে 'লিটল বয় ব্লু' নামের একটি নাটকের সময় কভিশের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। দুজনেরই বয়স তখন ১২ বছর। তাই পরে তারা তখন যোগাযোগও করেনি। কিন্তু এরপর ২০০৩ সালে এইচআর কলেজে পড়ার সময় থেকে তাঁদের বন্ধুত্বের শুরু।
আরও পড়ুন: সৌদি আরবের বুকে তৈরি হল নতুন ইতিহাস! প্রথম সুইমস্যুট পরে ব়্যাম্পে হাঁটলেন মডেলরা
অন্যদিকে, সাক্ষাৎকারে কভিশ শেয়ার করে নেন, নাটকের মঞ্চের পর, কলেজে তাঁদের আবার দেখা হওয়ার গল্প। তিনি জানান, বরুণকে করিডোরে একা ফোন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। তখনি কভিশ গিয়ে তাঁদের আগে দেখা হওয়ার কথা জানিয়ে বরুণকে নিজের পরিচয় দেন। তারপর বাকিটা রূপকথার মতো। তাঁরা বন্ধু হ্ন। বন্ধুদের সঙ্গে তাঁরা গোয়াতেও বেড়াতে যান। আর এই ট্রিপে গিয়েই তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। তারপরে তাঁরা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, সময় সময় দেখাও করেছেন।
আরও পড়ুন: প্রেমিক হিসেবে 'অযোগ্য', তবে 'বাবা হিসেবে গর্বিত' প্রসেনজিৎ! কী কাণ্ড ঘটালেন মিশুক?
তবে শুধু বরুণ নয়। হৃতিকের সঙ্গেও ভালো সম্পর্ক তাঁর। সম্প্রতি ‘ওল্ডার লাড্ডু’ ও 'লাড্ডু জুনিয়র' এক ফ্রেমে ধরা দিয়েছেন। শুধু তাই নয়, পর্দার লাড্ডুর সঙ্গেও কভিশের অনেক মিল। ছোট বেলায় লাড্ডু ছিল নাদুসনুদুস। কিন্তু বড় হয়ে একেবারে মাচো ম্যান হয়ে ধরা দেয় পর্দায়। কভিশের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা তাই হয়েছে, তিনিও এখন নিজেকে রীতিমতো মেনটেন করেন।
তবে কেবল 'কভি খুশি কাভি গম' বা 'ম্যায় তেরা হিরো' নয়, 'পার্টনার', 'গোরি তেরে পেয়ার মে', এবং 'ব্যাঙ্ক চোর'-সহ অন্যান্য বহু ছবিতে অভিনয় করেছেন কভিশ মজুমদার।