Iconic Roles played by Soumitra Chatterjee: আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী। সেই ১৯৫৯ সালে পথ চলা শুরু করেছিলেন টলিউডে। সেটা ২০২০ সালে এসে স্তব্ধ হল। এই ৬০ বছর ধরে অভিনেতা বহু ছবির মাধ্যমে বাংলাকে সমৃদ্ধ করেছে। তাঁর কিছু ক্লাসিক চরিত্র আজকের দিনে ফিরে দেখা যাক।
1/13কিছু ছবি এমন থাকে যা দর্শকদের মনে চিরকাল থেকে যায়। আর কিছু ক্ষেত্রে সেই ছবির যে কোনও বিশেষ একটি চরিত্র আমাদের মনে প্রবলভাবে দাগ কাটে। আর মানুষটা যদি সৌমিত্র চট্টোপাধ্যায় হন, তাহলে দর্শকদের সত্যিই মন এবং মস্তিষ্কের কসরত করতে হবে তাঁর সেরা কিছু ক্লাসিক চরিত্র বেছে নেওয়ার জন্য। অভিনেতা তাঁর দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময়ের কেরিয়ারে বহু ছবি করেছেন। বাঙালিকে উপহার দিয়েছেন একাধিক চরিত্র। আজ তাঁর জন্মবার্ষিকীতে তাঁর অভিনীত কিছু আইকনিক চরিত্র দেখে নেওয়া যাক।
2/13ঝিন্দের বন্দি ছবিতে বাংলার দুই মহানায়ককে একসঙ্গে দেখা গিয়েছিল, উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। তপন সিনহার এই ছবি ১৯৬১ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে তিনি ময়ূর বাহনের চরিত্রে অভিনয় করেছিলেন।
3/13অপুর সংসার ছবির হাত ধরেই টলিউডের পথচলা শুরু করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির শেষ ভাগে অভিনেতা অপূর্ব কুমার রায়ের চরিত্রে অভিনয় করেন। তাঁর বিপরীতে ছিলেন শর্মিলা।
4/13আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের তিন ভুবনের পারে ছবিটি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই ছবিতে তিনি সুবীরের চরিত্রে অভিনয় করেছিলেন। অশনি সংকেত ছবিতে তাঁকে চিকিৎসক গঙ্গাচরণের ভূমিকায় দেখা গিয়েছিল। ১৯৪৩ এর বাংলার দুর্ভিক্ষের প্রেক্ষাপটে এই ছবি তৈরি হয়েছিল।
5/13সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবি দুটির হাত ধরে সত্যজিৎ রায়ের বইয়ের পাতার ফেলুদা জীবন্ত হয়ে উঠেছিল। বাঙালি পেয়েছিল তাঁদের প্রথম ফেলুদাকে।
6/13রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের ভিত্তি তৈরি হওয়া একই নামের ছবিতে তাঁকে সন্দীপ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছিল। এখানে তিনি একজন স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করেছিলেন।
7/13চারুলতা ছবিতে তাঁকে অমলের ভূমিকায় দেখা গিয়েছিল। অমল এবং চারুলতার প্রেম এবং তাঁর ও মাধবী মুখোপাধ্যায়ের রসায়ন এই ছবিতে ম্যাজিক তৈরি করেছিল।
8/13সাত পাকে বাঁধা ছবিতে তাঁকে সুচিত্রা সেনের বিপরীতে দেখা গিয়েছিল। অজয় করের এই ছবিটির হিন্দি রিমেক হল কোরা কাগজ। তাঁকে এই ছবিতে সুখেন্দু দত্তের চরিত্রে দেখা গিয়েছিল।
9/13কোনি ছবিতে মতি নন্দীর লেখা ক্ষিদ্দাকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন সৌমিত্র। এই ছবির ফাইট কোনি ফাইট সংলাপ দারুণ জনপ্রিয় হয়েছিল।
10/13অভিযান ছবিতে তিনি নরসিংহ এর চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে দেখা গিয়েছিল এই ছবিতে।
11/13হীরক রাজার দেশে উদয়ন পণ্ডিত তো কত কিছুই না শিখিয়ে দিল আমাদের! আজও এই ছবির সংলাপ বাঙালির মুখে মুখে ফেরে।
12/13বেলাশেষে এবং বেলাশুরুর বিশ্বনাথ মজুমদার বাংলার মনে ভীষণভাবে দাগ কেটেছে। তাঁর এবং স্বাতীলেখা সেনগুপ্তর রসায়ন আরও একবার এই ছবি দুটিতে দেখা গিয়েছিল।
13/13ময়ূরাক্ষী ছবির সুশোভনের চরিত্রটিও তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে তাঁর এবং প্রসেনজিতের মধ্যে যে বাবা ছেলের সম্পর্ক দেখা যায় সেটা অনবদ্য।