বাংলা নিউজ > বায়োস্কোপ > Sandhya Mukherjee Death Anniversary: গানের জগতের ‘সন্ধ্যা’ নামার এক বছর, প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য গীতশ্রীকে

Sandhya Mukherjee Death Anniversary: গানের জগতের ‘সন্ধ্যা’ নামার এক বছর, প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য গীতশ্রীকে

প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে

Sandhya Mukherjee Death Anniversary: গত বছর আজকের দিনের চলে গিয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে জেনে নিন তাঁর অজানা কিছু কথা।

বাংলা গানের অন্যতম কিংবদন্তি হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি তাঁর গানের জাদু দিয়ে মাতিয়ে রেখেছিলেন সকলকে। কণ্ঠ দিয়েছেন একাধিক কালজয়ী গানকে। বাংলা গানের স্বর্ণযুগের এই শিল্পী গত বছরের ১৫ জানুয়ারি সুরোলোকে চলে যান। বার্ধক্যজনিত রোগে বহুদিন ধরেই ভুগছিলেন তিনি। এমনকি করোনাতেও আক্রান্ত হন। একই সঙ্গে কোমরের হাড় ভাঙে তাঁর। অস্ত্রোপচার করা হয়। এতে শরীর আরও খারাপ হয়ে যায়। ২০২২-এর ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

৫০ বছরের বেশি সময় ধরে গান গেয়েছেন তিনি। কেবল বাংলা নয়, অন্যান্য ভাষাতেও গান গেয়েছেন তিনি। তিনি যেমন আধুনিক গান গেয়েছেন তেমনই গেয়েছেন ধ্রুপদী সঙ্গীতও। ওস্তাদ বড়ে গোলাম আলি খাঁর থেকে সঙ্গীত শিক্ষা পেয়েছিলেন তিনি। তবে প্রাথমিক ভাবে তাঁর সঙ্গীত শিক্ষা শুরু হয়েছিল দাদা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে। তিনি প্রথম গান রেকর্ড করেন মাত্র ১৪ বছর বয়সে। সেই গানের কথা এবং সুর দিয়েছিলেন গিরিন চক্রবর্তী।

১৯৫০ সালে মুম্বই পাড়ি দেন গায়িকা। সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয় লতা মঙ্গেশকরের সঙ্গে। দুজনের মধ্যে তৈরি হয় দারুণ বন্ধুত্ব। দুজনে ডুয়েট গানও গেয়েছেন। এছাড়া হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, সলিল চৌধুরী, প্রমুখ সঙ্গীর পরিচালকদের সঙ্গে কাজ করেন তিনি। তাঁর গাওয়া, এই মধু রাতে, এই পথ যদি না শেষ হয়ে শুধু গানের দিন, ইত্যাদি গানগুলো দারুণ জনপ্রিয় হয়। শুধু জনপ্রিয় নয়, বাঙালির মননে, আত্মার সঙ্গে জড়িয়ে যায়। একাধিক রোম্যান্টিক গান উপহার দেন তিনি।

২০১১ সালে পান বঙ্গবিভূষণ। ২০২২ সালে তাঁকে পদ্মশ্রী দিতে চাওয়া হলে তিনি প্রত্যাখ্যান করেন। তবুও আজীবন এত খ্যাতি, পরিচিতি পাওয়া সত্বেও ভীষণ সাধারণ জীবন যাপন করেছেন গায়িকা। স্নিগ্ধ, নম্র থেকেছেন। আজ তাঁর চলে যাওয়ার এক বছর পূর্ণ হল, শূন্যতা রয়েই গিয়েছে। একই সঙ্গে তাঁর স্মৃতি, এবং গানও।

বায়োস্কোপ খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.