গুরুতর অসুস্থ জনপ্রিয় গায়িকা সারদা সিনহা। ৭২ বছর বয়সী এই গায়িকাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে শারীরিক অবস্থার অবনতি হওয়ায়। শুধু তাই নয়, তাঁকে রীতিমত লাইফ সাপোর্টে রাখা হয়েছে। প্রসঙ্গত পদ্মভূষণ প্রাপ্ত গায়িকার স্বামীও কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। সেই শোক থেকে বেরোতে না বেরোতেই নিজে অসুস্থ হয়ে পড়লেন তিনি।
আরও পড়ুন: 'ভালো চেষ্টা, আর চেষ্টা করবেন না', অঙ্কুশের গান শুনে কানে তালা নেটপাড়ার! মজা করে নিজেই কী লিখলেন অভিনেতা?
কী হয়েছে?
সারদা সিনহা একজন অত্যন্ত জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। শনিবার, ২৬ অক্টোবর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দিল্লির AIIMS এ ভর্তি করানো হয়। সেখানেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। বর্ষীয়ান গায়িকা দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। আর সেই কারণেই নতুন করে কিছু জটিলতা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত তিনি উল্লিখিত হাসপতালের অঙ্কোলজি বিভাগের আন্ডারে ICU বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি আছেন।
আরও পড়ুন: তনুজার কাছে কাজলের মৃত্যুর উড়ো ফোন! বললেন, 'এগুলো রটলেই শিউরে উঠি...'
সারদা সিনহার ২০১৭ সালে মাল্টিপল মায়েলোমা ধরা পড়ে, এটি এক ধরনের ক্যানসার যা আমাদের বোন ম্যারোকে এফেক্ট করে।
সারদা সিনহা তাঁর স্বামী ব্রজ কিশোর সিনহাকে কিছুদিন আগেই হারিয়েছেন। তিনি পড়ে হয়ে মাথায় চোট পান, সেই থেকেই ব্রেন হ্যামারেজ হয়ে মৃত্যু হয় তাঁর। চলতি বছরের শুরুর দিকে তাঁরা তাঁদের ৫৪ তম বিবাহবার্ষিকী পালন করেছিলেন।
কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নিজে এদিন গায়িকার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। শনিবার রাতেই হাসপাতালে তাঁকে দেখতেও যান তিনি। হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেন যথাসম্ভব ভালো এবং উন্নতমানের চিকিৎসা করে জন্য।
প্রসঙ্গত বিহারের অন্যতম খ্যাতনামা গায়িকা হলেন সারদা সিনহা। তিনি মৈথিলী, ভোজপুরি, মগধী ভাষায় একাধিক গান গেয়েছেন। তাঁর গাওয়া ছট পুজোর গান দারুণ জনপ্রিয়। এছাড়াও তিনি ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন সহ একাধিক ছবিতে প্লেব্যাক করেছেন।