বাংলা নিউজ > বায়োস্কোপ > Renuka Sahane on Sanitation Facilities: তিন দশক আগে মেয়েদের জন্য আলাদা বাথরুম থাকত না সেটে, স্মৃতিচারণা রেনুকা সাহানের

Renuka Sahane on Sanitation Facilities: তিন দশক আগে মেয়েদের জন্য আলাদা বাথরুম থাকত না সেটে, স্মৃতিচারণা রেনুকা সাহানের

রেনুকা সাহানে

Renuka Sahane on Sanitation Facilities: ৯০-এর দশকে নাকি ছবির সেটে স্যানিটেশনের অভাব থাকত। অপরিষ্কার বাথরুম থেকে কমন টয়লেটের কথা উঠে এল রেনুকার বক্তব্যে।

২০২২ সালে ভিন্ন ভিন্ন সাক্ষাৎকারে জয়া বচ্চন এবং আশা পারেখ জানিয়েছিলেন বলিউডের সেটে একটা সময় স্যানিটেশনের অভাব ছিল। ১৯৬০-১৯৭০ সালে নাকি ভীষণ খারাপ ব্যবস্থা থাকত স্যানিটেশনের। এবার হাম আপকে হ্যায় কৌন ছবি খ্যাত রেনুকা সাহানের গলাতেও একই অভিযোগ শোনা গেল। তিনি বললেন ১৯৯০ সালেও অবস্থার কোনও পরিবর্তন হয়েছিল না। তখন অপরিষ্কার বাথরুম ছিল, কমন টয়লেট ব্যবহার করতে হতো।

অভিনেত্রী জানান যাতে বাথরুমে না যেতে হয় বা কম যেতে হয় সেই জন্য তিনি যতটা পারতেন জল কম খেতেন। তাঁর কথা অনুযায়ী বলিউডের তখনকার সেটের বাথরুম ভীষণই অপরিষ্কার থাকত।

পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রেনুকা বলেন আজও বলিউডের টেলিভিশন এবং বড়পর্দা পুরুষদের দ্বারাই শাসিত হয়ে আসছে। সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তিনি বলেন, একটা সময় তো মহিলাদের সামান্য স্যানিটেশনের ফেসিলিটি পাওয়ার জন্যও পর্যন্ত লড়াই করতে হতো। সেই সুবিধাটুকুও তখন সেটে মিলত না।

তিনি বলেন তখন মহিলাদের থেকে আশা করা হতো যাতে তাঁরা কোনও শব্দ না করে কোনও অব্যবস্থা, খারাপ কাজের পরিবেশ, ইত্যাদি নিয়ে। এবং যেন প্রফেশনাল থাকেন সেটে। তাঁর কথা অনুযায়ী, '৯০ -এর দশকে আমরা যখন ছবি করতাম তখন মহিলাদের জন্য কোনও আলাদা বাথরুমের ছিল না। আমি সারাদিন খুব কম জল খেতাম যাতে আমায় বাথরুমে না যেতে হয়। বাথরুম এত নোংরা থাকত যে যাওয়াই যেত না। আমরা সবাই ওই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। এমনকি মাধুরী দীক্ষিত পর্যন্ত এই ব্যবস্থার মধ্যে দিয়ে গেছেন। আর লোকজন গোটা বিষয়টাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে ধরে নিত। এবং চাইত আমরা যাতে এসব নিয়ে বেশি কথা না বলি, কাজ চালিয়ে যাই প্রফেশনাল ভাবে।'।

রেনুকা সাহানেকে হাম আপকে হ্যায় কৌন ছবি ছাড়াও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে, যেমন সার্কাস, সুরভী, কোরা কাগজ, ইত্যাদি।

৯০- এর দশকের অব্যবস্থার কথা স্মরণ করার পর অভিনেত্রী বলেন, 'বিনোদন জগৎ অন্তত এখন এটুকু সচেতন হয়েছে যে পুরুষ-মহিলা সকলকে কাজের নিরিখে এক টাকা দেওয়া, সেটের অবস্থার উন্নতি করা এসবের দিকে নজর দিয়েছে। মহিলাদের সুবিধা, অসুবিধা এখন অনেক বেশি বোঝা হয়, সেদিকে নজর দেওয়া হয়। আগে এটা হতো না।'

বায়োস্কোপ খবর

Latest News

রাগের মাথায় পুলিশকেই গাড়ি চাপা দিতে গেলেন! পাকিস্তানি মহিলার ভাইরাল কাণ্ড Mango Benefits: আম স্বাদ ও স্বাস্থ্যের ভাণ্ডার, আম খেলে কী কী উপকার পাবেন দেখুন হেলথ ফুড ক্যাটাগরি থেকে বাদ পড়ল হরলিক্স! ছোটদের জন্য আর স্বাস্থ্যকর নয় এটি? দশম শ্রেণিতে ৯৩.৫% নম্বর দেখে অজ্ঞান শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি সন্দেশখালির ছায়া আমতায়, রাতে মহিলাদের ডেকে নির্যাতনের অভিযোগ TMCর বিরুদ্ধে জন্মদিনে মেয়ের সামনেই শোভনের গালে আলতো চুমু, পা ছুঁয়ে প্রণামও করলেন বৈশাখী ‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের টসে জিতল Pakistan , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল| দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.