চার বছরের অপেক্ষার পালা শেষ, ‘পাঠান’ নিয়ে আগামী বছরের শুরুতেই রুপোলি পর্দায় ফিরবেন শাহরুখ খান। ‘জিরো’ (২০১৮)-র ব্যর্থতার পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বাদশা। দীর্ঘসময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে থাকবার পর ‘পাঠান’ ছবির সঙ্গেই কামব্যাক করবেন শাহরুখ। ছবিতে গুপ্তচরের ভূমিকায় থাকছেন কিং খান। যশরাজ ফিল্মসের এই ছবিতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। ছবিতে থাকছেন জন আব্রাহামও।
যশ রাজ ফিল্মস সূত্রে খবর, শাহরুখের ৫৭তম জন্মদিনেই সামনে আসবে ‘পাঠান’-এর নতুন টিজার। হ্যাঁ, বাদশার জন্মদিনটা আরেকটু স্পেশ্যাল করে তুলতে চায় ‘পাঠান’ টিম, সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি ফার্স্ট লুক পোস্টারগুলো চমকে দিয়েছে। অ্যাকশন-প্যাক এই ছবিতে শার্টলেস শাহরুখকে দেখে আগেই ভ্যাবাচাকা খেয়েছে দর্শক।
গত ২রা মার্চ ‘পাঠান’-এর প্রথম ঝলক সামনে এসেছিল। সেখানে শাহরুখের চরিত্রর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন জন-দীপিকা। জানান ধর্মহীন-জাতিহীন ‘পাঠান’-এর একমাত্র ধ্যান-জ্ঞান নিজের দেশ ‘ইন্ডিয়া’কে রক্ষা করা। দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত পাঠান। সেই টিজারে শাহরুখের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। তবে এবার সামনে আসবেন ‘পাঠান’, এমনটাই জানা যাচ্ছে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের আগেই জানিয়েছেন, অ্যাকশন ঘরানার ছবির ক্ষেত্রে নতুন মাইলফলক সৃষ্টি করবে 'পাঠান'। তাঁর কথায়, 'ছবিতে শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাডুকোন, জন আব্রাহামের মতো অভিনেতারা থাকলে সব দিক থেকেই অন্য মাত্রায় পৌঁছনোর চেষ্টা থাকে। আমার মনে হয়, 'পাঠান' দর্শককে নিরাশ করবে না।'
২০২৩ সালের ২৫ জানুয়ারি আসছে এই সিনেমা। এর পাশাপাশি আটলি-র পরিচালনায় জাওয়ান আসবে আগামী বছর জুন মাসে আর প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে শাহরুখ ডানকি নিয়ে আসবেন বছরের শেষে। সব মিলিয়ে শাহরুখ ভক্তদের জন্য জমজমাট হতে চলেছে ২০২৩ সালটা।