এর আগে শোনা গিয়েছিল যে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬) এর পরে অভিনেতা বাণী কাপুরের সঙ্গে একটি প্রকল্পের মাধ্যমে বলিউডে ফিরতে চলেছেন। তবে হিন্দুস্তান টাইমসের এক্সক্লুসিভ রিপোর্ট অনুসারে, অভিনেত্রী ঋদ্ধি ডোগরার সঙ্গে তাঁকে একটি প্রোজেক্টে দেখা যাবে।
‘দুজনকে একটি রোমকম ড্রামায় কাস্ট করা হবে; পার্শ্ব অভিনেতাদের এখনও কাস্ট করা হয়নি’, একটি সূত্র জানিয়েছে। তবে ছবির কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ‘সবেমাত্র পেপারওয়ার্ক হয়েছে, এই জুটিকে একে-অপরের বিপরীতে কাস্ট করা হয়েছে। পরিচালকের নাম এখনও গোপন’।
সূত্রটি আরও প্রকাশ করেছে যে, দু'জনের হাতে অন্যকাজ থাকায় শিরোনামহীন প্রকল্পের শুটিং এখনও শুরু হয়নি। চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু হবে। আগামী বছরের শেষে বা ২০২৬ সালের শুরুতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
শুধু তাই নয়, ৩৯ বছর বয়সী ঋদ্ধি ডোগরা এবং ৪২ বছর বয়সী ফাওয়াদ খান ভারতে কোনও দৃশ্যের শুটিং করবেন না এবং সমস্ত শুটিংই শিডিউল করা হয়েছে বিদেশে। ‘নিউ ইয়র্ক এবং লন্ডন-সহ বেশ কয়েকটি লোকেশনে এই প্রকল্পের শুটিং হবে। এটি তাদের রমকম সিনেমার থিমের সঙ্গে মেলে’, জানায় সূত্র
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'খুবসুরাত' সিনেমায় কাজ করেছিলেন ফাওয়া। সেটাই ছিল তাঁর বলিউডে আত্মপ্রকাশ। এরপর তাঁকে 'কাপুর অ্যাণ্ড সন্স'-সহ বেশ কয়েকটি ভারতীয় সিনেমায় দেখা গিয়েছে। তবে অ্যায় দিল হ্যায় মুশকিলের পর আর ভারতে কাজের সুযোগ পাননি। কারণ, ২০১৬-র পর থেকে পাকিস্তানি শিল্পীরা আর ভারতে এসে কাজ করেননি।
যা নিয়ে একসময় ফাওয়াদকে বলতে শোনা গিয়েছিল, 'ওখানে কাজ করার এবং মানুষজনের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা খুবই ভালো। আমি খুবই আনন্দ করে কাজ করেছি। দুই দেশের মধ্যে রাজনৈতিক সমস্যা আমাদের সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি।' তিনি সেইসময় আরও বলেছিলেন, ‘যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের সঙ্গে এখনও সুসম্পর্ক আছে। অনেক ভালো বন্ধু পেয়েছি। ওঁদের সঙ্গে ফের দেখা হলে বা কাজ করতে পারলে খুব ভালো লাগবে।’
বলে রাখা যাক, হলিউডেও পাড়ি দিয়েছেন পাকিস্তানি অভিনেতা। 'মিস মার্ভেল'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। যা সকলের কাছে বিশেষ প্রশংসিতও হয়। ২০২৩ সালে টাইগার ৩-এ শেষ দেখা যায় ঋদ্ধি ডোগরাকে। দ্য সবরমতী রিপোর্টেও কাজ কারেছেন ঋদ্ধি। যা এই বছরের নভেম্বরে মুক্তির কথা।