খাদান নিয়ে দর্শক মনে ঝড় তুলেছেন যিশু সেনগুপ্ত। বরাবরই বাংলার সুপুরুষ নায়কদের তালিকায় বেশ উপরের দিকে থাকেন তিনি। আজকাল তো বলি-টলির পাশাপাশি, দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও তাঁর চাহিদা তুঙ্গে। তবে বাংলার দর্শককে খুব বেশি অপেক্ষা করতে হবে না, তাঁকে ফের একবার বড় পর্দায় দেখতে। এবার খবর সিরিয়ালের দুনিয়ার চেনা নাম,পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবিতে থাকছেন যিশু। আর সঙ্গে আবার নায়িকা হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
শ্রাবন্তী আর যিশু এর আগে স্ক্রিন শেয়ার করেননি। ফলত, একদম ফ্রেশ জুটি দেখার সুযোগ পাবেন দর্শকরা। সিনেমায় দেবের থাকার কথাও শোনা যাচ্ছে। পরিচালনা করবে অতনু রায়চৌধুরী-র বেঙ্গল টকিজ। আপাতত এই নিয়ে মুখ বন্ধ রেখেছেগোটা টিম।
আরও পড়ুন: সাহেবের সিঁদুরে সিঁথি ভরল সুস্মিতার, বিয়ের ছবি শেয়ার করে কী বার্তা দিল কথা-নায়িকার
অতনু-দেব-অভিজিৎ জুটি বরাবরই কামাল করেছে বাংলা ছবিতে। তাঁদের প্রজাপতি ২-এর শ্যুটিং শুরুরও কথা রয়েছে জুন মাসে। আর সঙ্গে দেব এখন বেশ ব্যস্ত থাকবেন কটাদিন রঘু ডাকাত নিয়ে। তাই এই ছবি ঠিক কবে সেটে যাবে, তা এখনই বলা মুশকিল।
ব্লকবাস্টার খাদানের পর দেব-যিশুর একসঙ্গে আসা মানেই দর্শক মনে উৎসাহ তৈরি। আর লীনা-শৈবাল বরাবরই তাঁদের কাজে ফুটিয়ে তোলেন সম্পর্ক, ভালবাসা, পারিবারিক সমীকরণের নানা স্তর। জটিল মনস্তাত্ত্ব থাকে। ফলত সব মিলিয়ে, একদম অন্য রকম অভিজ্ঞতা হবে।
আরও পড়ুন: সোমবারে অক্ষয়কে ঘোল খাওয়ালেন শাহিদ! ১১ দিনে ১০১ কোটি স্কাই ফোর্সের, দেবার আয় কত
খাদান-এর পরই যিশু শেষ করেছেন তাঁর পরের হিন্দি সিনেমা ভূত বাংলো-র কাজ। যাতে পরেশ রাওয়াল, অক্ষয় কুমারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এছাড়া শুরু হতে চলেছে সিসিএল অর্থাৎ সেলেব্রিটি ক্রিকেট লিগ। আর বাংলার টিমের ক্যাপ্টেন হলেন যিশু। তাঁর অধিনায়কত্বেই গত বছর ট্রফি এসেছে বাংলায়। ফলে, পরপর ম্যাচ-প্রাকটিস নিয়েও কটাদিন ব্যস্ত থাকবেন যিশু সেনগুপ্ত।
গত বছর সিসিএলের প্রায় সবকটি ম্যচেই যিশুকে সঙ্গ দিয়েছিল তাঁর পরিবার, বিশেষ করে স্ত্রী নীলাঞ্জনা শর্মা। তবে বছরের মাঝামাঝি থেকে শুরু হয় ডিভোর্স চর্চা। শোনা যেতে শুরু করে, অভিনেতা নাকি নিজের আপ্ত সহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তাই আলাদা হয়েছেন পরিবারের থেকে। বিগত বহু মাস ধরে, নীলাঞ্জনা বা দুই মেয়ে সারা-জারার পাশে দেখা যায়নি অভিনেতাকে।