বলিউড অভিনেতা সইফ আলি খানকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে।ডাকাতির তেষ্টা করা হয় বৃহস্পতিবার ভোররাতে। এরপর বাড়ির আরও লোকজন জেগে উঠলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে যে, হামলাকারীকে ধরতে তল্লাশি শুরু করা হয়েছে।
পুলিশ একটি প্রাথমিক তথ্য প্রতিবেদন নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে এবং হামলাকারীকে গ্রেপ্তারের জন্য একাধিক দল গঠন করেছে। অফিসার দয়া নায়েক-সহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের অভিনেতার বাড়িতে আসতে দেখা যায় বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। মুম্বই পুলিশও ঘটনার তদন্ত করছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে।
সইফ আলি খানের টিম জানিয়েছে, অভিনেতার অস্ত্রোপচার চলছে। সইফের পাবলিসিস্টের বিবৃতিতে বলা হয়েছে, 'মিস্টার সাইফ আলি খানের বাড়িতে চুরির চেষ্টা হয়েছিল। বর্তমানে তিনি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে চিকিৎসাধীন। আমরা মিডিয়া ও অনুরাগীদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। এটা পুলিশি তদন্তের বিষয়। আমরা পরিস্থিতি সম্পর্কে আপনাদের সবরকম আপডেট জানাব।
কেমন আছেন এখন সইফ আলি খান?
বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের বান্দ্রায় এই হাইপ্রোফাইন বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করাহয় সইফ আলি খানকে।
লীলাবতী হাসপাতাল, যেখানে অভিনেতার চিকিৎসা চলছে, সেখানকার এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, অভিনেতার শরীরে একাধিক আঘাত লেগেছে কিন্তু তিনি হাত-পা নাড়াতে পারছেন। তার মেরুদণ্ডও ভালো আছে বলে মনে হচ্ছে। তার শরীরে ছুরির একটি অংশও পেয়েছেন চিকিৎসকরা।
লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নীরজ উত্তমণি জানিয়েছেন, খান ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালে ভর্তি হন। ‘একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি হয়েছে। নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানাস্থেটিস্ট নিশা গান্ধী তাঁর অস্ত্রোপচার করছেন।’ উত্তমণি বলেন, অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। তিনি আরও জানান, একটি আঘাত ছিল ঘাড়েও। ভোর সাড়ে ৫টায় অস্ত্রোপচার শুরু হয়।