কিছুদিন আগেই বলিউডে নিজের ছেলেকে লঞ্চ করলেন শাহরুখ খান। হোম প্রোডাকশন থেকে ছেলে আরিয়ান খানের প্রথম সিরিজ প্রযোজনা করা হয়েছে। এমনকী, তাতে অভিনয়ও করেছেন শাহরুখ। মুক্তি পাবে তা নেটফ্লক্সে। এদিকে টলিউডেও যেভাবে আজকাল সমস্ত জায়গায় ছেলে মিশুক ওরফে তৃষাণজিৎকে নিয়ে পৌঁছচ্ছিলেন প্রসেনজিৎ, তাতে স্পষ্ট ছিল, খুব জলদিই সিনেমায় নামবেন এই স্টারকিড।
আপাতত খবর মিলছে, প্রথম সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তৃষাণজিৎ। শুধু তাই নয়, অভিনয়ের প্রশিক্ষণও নিয়ে ফেলেছেন দামিণী বেণী বসুর কাছে। প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনির হাত ধরে আসছেন প্রসেনজিৎ-অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলে। তবে পরিচালক কে, তা স্পষ্ট নয়। উঠে আসছে দুটো নাম, সৃজিত মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়। এসভিএফের ‘ঘরের মানুষ’ এই দুই পরিচালক, ঘনিষ্ঠতা প্রসেনজিতের সঙ্গেও।
আরও পড়ুন: গায়ের ‘কালো’ রং নিয়ে কটাক্ষ, এক পরিচালক দেয় ‘প্যান্টি’ দেখানোর নোংরা প্রস্তাব! বলুন তো কে এই নায়িকা?
এবার প্রশ্ন নায়িকা কে? খুব সম্ভবত কোনো নতুন মুখ-ই থাকবেন। যাতে কোনোভাবেই অন্য তারকার উপস্থিতিতে তৃষাণজিতের থেকে ফোকাস না সরে! বলিউড থেকে কারও আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: ‘প্রাক্তন’ রাজের সঙ্গে হঠাৎ ছবি শেয়ার পায়েলের, তারপর করে দিলেন ডিলিট! কী লিখলেন ইনস্টায়
একসময় প্রসেনজিৎ জানিয়েছিলেন ফুটবলে কেরিয়ার গড়ার ইচ্ছে রয়েছে তাঁর ছেলের। তবে পরবর্তীতে মত বদলান মিশুক। ‘ইন্ডাস্ট্রি’ জানান, ছেলেরও ইচ্ছে অভিনয় করার। যদিও প্রসেনজিতের সেই সময় সাফ বক্তব্য ছিল, ‘ছেলেকে পরিষ্কার বলে রেখেছি তোমাকে সবরকম সাপোর্ট দেব। এ দেশের সিনেমা জগতের যে কোনও লোক আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তার পুরো সুবিধা আমার ছেলের জন্য নেব। তোমাকে সেরা ট্রেনিং দেব কিন্তু একটা কাজ আমি করব না, টাকা দিয়ে লঞ্চ করাব না।’
আরও পড়ুন: আগে ফোনই ছিল ভরসা, এখন লাঞ্চ ব্রেকেই…! বিয়ের পর কীভাবে রোম্যান্স চলছে রুবেল-শ্বেতার
কদিন আগেই ১৯ বছরের জন্মদিন পালন করলেন মিশুক। আজকাল ফিল্মি পার্টি হোক বা অ্যাওয়ার্ড শো, ছেলেকে নিয়েই পৌঁছন বুম্বাদা। শুধু তাই নয়, ছেলের সঙ্গে পার্টিতে তারকাদের তোলা ছবিও নিজের প্রোফাইল থেকে শেয়ার করে নেন। এখন দেখার কোন সিনেমাতে দেখা মেলে ‘ছোট ইন্ডাস্ট্রির’।