৩ জুলাই ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের মামেরু-র অনুষ্ঠান। আর শুক্রবার ৫ জুলাই বেশ ধুমধাম করে সংগীতের আয়োজন করা হচ্ছে আম্বানি পরিবারের পক্ষ থেকে। শোনা যাচ্ছে, বলিউডের দুই তারকা সলমন খান এবং রণবীর সিং শুক্রবার রাতে অনন্ত-রাধিকার সংগীতে পারফর্ম করবেন।
একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে যে, সলমন খান এবং রণবীর সিং অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানে দর্শকদের মধ্যে ঝড় তুলতে প্রস্তুত।
আরও পড়ুন: ‘আবারও প্রেমে পড়তে হলে…’, বিচ্ছেদের বছর গড়াল, আর কী ভালোবাসায় ভরসা আছে জিতুর?
দর্শকদের দোলা দেবেন, যা আজ রাতে মুম্বইয়ের এনএমএসিসিতে (NMACC- Nita Mukesh Ambani Cultural Centre) অনুষ্ঠিত হবে। তবে তাঁরা কোন গানে পারফর্ম করবেন, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সলমনের সোয়্যাগ আর রণবীরের এনার্জি জোয়ার আনবে স্টেজে।
সংগীতে পারফর্ম করার কথা রয়েছে জাস্টিন বিবারের। বৃহস্পতিবারই ভারতে অবতরণ করেন জাস্টিন বিবার! এক পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে ভাইরার হওয়া একটি ক্লিপে, জাস্টিনের গাড়ি মুম্বাইয়ে দেখা গিয়েছে। এর আগে শোনা গিয়েছিল, মুম্বইয়ে অনন্ত ও রাধিকার সংগীতের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আম্বানি দম্পতির সঙ্গে আলোচনা করছেন অ্যাডেল, ড্রেক ও লানা ডেল রে।
আরও পড়ুন: সহজের মা-বাবার মন ভালো করা ছবি! ট্যুরে রাহুল-প্রিয়াঙ্কার, অভিমান মুছল ঝর্ণার জল
তবে এদিন সংগীতে আম্বানি পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে। দুই পরিবারই বর ও কনের জন্য রেখেছেন সারপ্রাইজ। সঙ্গীত রাতের মহড়া প্রায় এক সপ্তাহ ধরে চলছে এবং সকলেই আজ রাতের পারফরম্যান্স নিয়ে খুব উত্তেজিত।
সূত্র অনুসারে, রণবীর সিং এবং সলমন খান ছাড়াও, মানুষি চিল্লার, মিজান জাফেরি, বীর পাহাড়িয়া এবং জাহ্নবী কাপুর সঙ্গীতের রাতে নাচবেন।
আরও পড়ুন: মমতাকে চমকে দিলেন বাংলার ৪ গায়ক, কী এমন করলেন নচিকেতা, সুমন, ইন্দ্রনীল, প্রতুল
২০১৮ সালে অনন্ত-রাধিকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছবিতে দুজনেই অলিভ গ্রিন রঙের শার্ট পরেছিলেন। তখনই সবার মধ্যে তাদের নিয়ে আলোচনা শুরু হয়। এরপর আম্বানি পরিবারের সঙ্গে নানা অনুষ্টানে দেখা যেতে থাকে রাধিকাকে। তারপর দুইয়ে দুইয়ে চার করতে কারওরই আর অসুবিধে হয়নি।
জনপ্রিয় হেলথ কেয়ার ব্র্যান্ডের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা। ছোট থেকেই পড়াশোনা করতে ভালোবাসেন। সেই সঙ্গে সাঁতার কাটা ও ট্রেকিংও তার বেশ প্রিয়। পারিবারিক সূত্র থেকেই আলাপ আর বন্ধুত্ব। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। এক সময়ে তা ভালোবাসায় রূপ নেয়।