আদিত্য ধরের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রামপাল। তারকারা নিজেরাই কয়েক মাস আগে এই ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধে দেখা যাবে প্রাক্তন শিশু অভিনেত্রী সারা অর্জুনকে।
রণবীর সিংয়ের বিপরীতে সারা অর্জুন
আদিত্য ধরের এখনও নাম ঠিক না হওয়া ছবিতে প্রধান মহিলা চরিত্রের কাস্টিং সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবরণ না থাকলেও, পিপিং মুনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ১৯ বছর বয়সী সারা অর্জুনকে রণবীরের চরিত্রের প্রেমিকা হিসাবে কাস্ট করা হয়েছে। প্রাক্তন শিশু অভিনেতা দক্ষিণে ব্যাপকভাবে কাজ করেছেন এবং পোন্নিয়িন সেলভান (২০২২-২৩) ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের চরিত্রের ছোট সংস্করণে অভিনয় করার জন্য খ্যাতিমান। পিপিং মুনের মতে, ‘যদিও এই পুরুষ-শাসিত গল্পে তার ভূমিকা তুলনামূলকভাবে ছোট বলে মনে করা হয়, তবে এই সিনেমাটিতে (আদিত্য ধর দ্বারা নির্মিত) হিন্দি এবং তেলুগু সিনেমায় শিশু অভিনেত্রীকে নায়িকা হিসেবে দেখা যাবে।’
আরও পড়ুন: ধর থেকে মাথা আলাদা, ‘মুসলিম’রা বাংলাদেশে ভাঙছে দুর্গা মূর্তি, ভয় ধরানো ছবি দিলেন তসলিমা নাসরিন
সারা-রণবীর জুটি নিয়ে ইন্টারনেটে প্রতিক্রিয়া তবে
সারা অর্জুনের বয়স ১৯ এবং রণবীর সিংয়ের ৩৯ বছর। বয়সের এই পার্থক্যের কারণে, খবরটি অনেক ভক্তের কাছে খুব একটা ভাল লাগেনি। রেডডিটের বলিব্লাইন্ডসএনগোসিপ সাবরেডিটে সংবাদের একটি ক্লিপিং ভাগ করে নেওয়ার পরে, রেডডিটরসরা এই দুই অভিনেতাকে জুটি বাঁধানোর জন্য নির্মাতাদের সমালোচনা করেন। ২০১১ সালে রণবীরের প্রথম ছবির কথা উল্লেখ করে একজন লিখেছেন, ‘ব্যান্ড বাজা বারাত যখন মুক্তি পায়, তখন ওর বয়স ছিল পাঁচ বছর।’ আরেকজন লিখেছেন, ‘৩৯ বছর বয়সী একটা লোকের সঙ্গে রোমান্স করবে?? তারা কীভাবে ভাবল এটা!’
আরও পড়ুন: মোটা বলে কাজ পেতেন না টলিউডে! এবার ‘মিঠিঝোরা’য় এ কেমন চরিত্র পেলেন অনামিকা
তবে অনেকেই বলছেন, এই কাস্টিং চয়েজের জন্য রণবীর নয়, নির্মাতাদেরই দায়ী করা উচিত। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘রণবীর তাকে নায়িকা হিসাবে বেছে নেয়নি .. তাই তাকে পৈশাচিক আক্রমণ করার দরকার নেই।’
আরও পড়ুন: মমতা দিয়েছে দুর্গা পুজোয় নতুন শাড়ি, আরজি কর আবহে ‘উৎসবে ফেরা’ নিয়ে সওয়াল সৌমিতৃষার
আরেক ভক্ত লিখেছেন, ‘শাহরুখের সঙ্গে দীপিকা ও অনুষ্কা দুজনেরই বয়সের ব্যবধান ২০+ এবং তারা দুজনেই ১৯-২০ বছর বয়সে অভিষেক করেছিলেন।’ আরেকজন তৎক্ষণাৎ উত্তর দিলেন, ‘হ্যাঁ সেটাও জঘন্য ছিল, এটাও তাই।’ ছবির নির্মাতারা এই ছবিতে সারার কাস্টিংয়ের খবরটি নিশ্চিত বা অস্বীকার কিছুই করেননি এখনও।