এই দীপাবলিতে বক্স অফিসে বড়সড় ধামাকা আসতে চলেছে। কারণ খবর, মুখোমুখি হতে চলেছে বহু প্রতিক্ষীত দুটি সিনেমা, সিংঘম এগেইন ও ভুল ভুলাইয়া ৩। মাঝে শোনা গিয়েছিল, অজয় দেবগন, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন এবং করিনা কাপুর খান অভিনীত সিনেমাটির মুক্তি নাকি পিছিয়ে যাবে। তবে এখন পাকাপাকি খবর, সেরকম কোনও ভাবনাচিন্তাই নেই নির্মাতাদের। কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ৩-এর সাথে টক্কর লাগবে সিংঘমের। ২ বা ৩ অক্টোবর এসে যাবে ট্রেলার।
আরও পড়ুন: ‘… গুঁজে দিন’! আরজি কর নিয়ে কটাক্ষ, সাইবার ক্রাইমে সিনেবাপের নামে অভিযোগ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
কিছু প্রতিবেদনে দাবি করা হয়, যেহেতু হরর কমেডি বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে, তাই সহ-প্রযোজক রোহিত শেট্টি ও জিও মুক্তির তারিখ বদলাতে চেয়েছিলেন। তারপরে অন্য একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কার্তিক আরিয়ান এবং ভুল ভুলাইয়া ৩-এর প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে রোহিতের দল আলোচনায় বসেছিলেন। দুতরফের আলোচনায় নাকি ঠিক হয়, একসঙ্গে মুক্তি পেলে ছাপ পড়বে ব্যবসায়।
আরও পড়ুন: ভাগ্নের জন্য সিনেমা বানাচ্ছেন না আমির খান! তাহলে কার হাত ধরে বলিউডে ফিরবেন ইমরান
তবে মনে হচ্ছে সিংহাম এগেইন-এর টিম তাঁদের সিনেমা নিয়ে আত্মবিশ্বাসী। তাই দিওয়ালির মতো উৎসবকে হাতছাড়া করতে রাজি নন তাঁরা। এখন দেখার কে কাকে টেক্কা দিয়ে যায়।
আরও পড়ুন: গ্রামের মেয়ে অলিম্পিকে খেলে, দেশের হয়ে মেডেল আনবে তীরন্দাজিতে, জলসায় আসছে ‘রাঙামতি তীরন্দাজ’ সিরিয়াল
কদিন আগে জানা গিয়েছিল যে, 'সিংঘম এগেইন'-এর ক্লাইম্যাক্সের দৃশ্য নাকি হঠাৎই বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শেট্টি। একটি সূত্রকে উদ্ধৃত করে মিড-ডে রিপোর্টে বলা হয়েছিল, রোহিত নিশ্চিত করছেন যে দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখেই নাকি এই লাস্ট মিনিট সংযোজন। ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো কারখানায় সিংঘম এগেইনের অতিরিক্ত দৃশ্যের শুটিং হয়।
সেই সময় এক সূত্র জানায়, ‘রোহিত সেকেন্ডারি কাস্টের সঙ্গে শুটিং করছেন এবং ক্লাইম্যাক্সের এই পরিবর্তন শেষ মুহূর্তে ঢুকিয়েছেন। বেশ নাটকীয় হতে চলেছে এটি। অনেকগুলি চরিত্র রাক্ষসের পোশাক পরেছিল, বেশ একটা ফোক বেসড টুইস্ট এসেছে তাতে।’
কার্তিক আরিয়ান, বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিতকে দেখা যাবে ভুল ভুলাইয়া ৩-এ। আছেন অ্য়ানিম্যাল-খ্যাত তৃপ্তি দিমরিও। এবার জোড়া ভূত থাকবে এই ছবিতে। প্রথম ভুল ভুলাইয়া ছবিতে অক্ষয় কুমার ছিলেন। পরের দুটি পার্টে সেই জায়গা দখল করেছেন কার্তিক-ই।