আপাতত অনন্ত আম্বানি ও রাধিকা মার্টেন্টের বিয়ে নিয়ে মুখর গোটা দেশ। শুক্রবারই চার হাত এক হবে। সাজো সাজো রব গোটা দেশে। তারই মাঝে খবর এল, এই বিয়েতে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে গান্ধী পরিবার আমন্ত্রিত হলেও, অনন্ত-রাধিকার বিয়েতে আসবেন না বলেই খবর।
ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, নরেন্দ্র মোদী আসবেন নব দম্পতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্টেন্টকে আশীর্বাদ দিতে। সেই হিসেবে এই বিয়ের সবচেয়ে হাইপ্রোফাইল অতিথি হতে চলেছেন তিনিই। এদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বিয়েতে যোগ দিতে পৌঁছে গিয়েছেন মুম্বইতে।
আরও পড়ুন: আদুরে দিদি কঙ্গনা! ভাইয়ের বিয়েতে গোলাপি সাজে, লাখ টাকার উপহার, কী দিলেন ‘কুইন’?
মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘আমি আসলে যেতামই না অনন্ত-রাধিকারবিয়েতে। কিন্তু মুকেশজি ও নীতাজি আমাকে বারবার অনুরোধ করেছেন।’ তিনি এদিন আরও উল্লেখ করেছেন যে তিনি এনসিপি সভাপতি শরদ পাওয়ার এবং শিবসেনা (ইউবিটি)-র উদ্ধব ঠাকরের সাথে দেখা করবেন।
এক প্রতিবেদন অনুসারে, ৪ জুলাই, ২০২৪-এ, মুকেশ আম্বানি গান্ধী পরিবারকে আমন্ত্রণ জানাতে নিজে উপস্থিত হয়েছিলেন ১০ জনপথ লেনে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর বাসভবনে। রাহুল গান্ধী এবারের নির্বাচনে যেভাবে বারংবার আম্বানিদের সমালোচনা করেছেন, সেখানে এই আমন্ত্রণ ফের বন্ধুত্বের হাত বলেই মনে করা হচ্ছিল। ধীরুভাই আম্বানির সময় থেকেই গান্ধী পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক। কিন্তু ভিতরের খবর, এই বিয়েতে আপাতত কেউই আসছেন না গান্ধীদের তরফ থেকে।
আরও পড়ুন: নীলের নায়িকা স্বীকৃতি নন, এই সুন্দরী থাকছে নতুন মেগায়, যার প্রেমচর্চা এখন তুঙ্গে
অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়েতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড়নবিস, যাদের প্রত্যেককে আম্বানিরা ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
জামনগর এবং ইউরোপে কয়েক মাস প্রাক-বিবাহ উৎসবের পর, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের শুভ বিবাহ আজই। দম্পতি জিও সেন্টারে গাঁটছড়া বাঁধবেন। লায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত। রাধিকা ব্যবসায়ী বীরেন মার্চেন্ট ও তার স্ত্রী শায়লার মেয়ে।
আরও পড়ুন: বাদ বিরিয়ানি! ১৪ জুলাই নয়, জানুন শোভন-সোহিনীর বিয়ের তারিখ, মেনু, ভেন্যু, পোশাক
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং টনি ব্লেয়ার, পিটার ডায়মান্ডিস, শিল্পী জেফ কুনস, কোচ জে শেঠি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। কিম কারদাশিয়ান এবং খলো কারদাশিয়ানও মুম্বইয়ে এসেছেন। প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন এবং আমির খানও উপস্থিত থাকতে পারেন শুক্রবারের অনুষ্ঠানে। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মুম্বই আসার খবর পাওয়া যাচ্ছে।