বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan's Heroine: দ্বিতীয় বিয়ে করতে চলেছেন শাহরুখ খানের পাকিস্তানি নায়িকা, বলুন তো কে?

Shah Rukh Khan's Heroine: দ্বিতীয় বিয়ে করতে চলেছেন শাহরুখ খানের পাকিস্তানি নায়িকা, বলুন তো কে?

বিয়ে করছেন শাহরুখের নায়িকা। 

খবর রয়েছে, সামনেই বিয়ে পাকিস্তানের অভিনেত্রী। বেশ কয়েকটি টেলিভিশন শো এবং চলচ্চিত্রে কাজ করা এই জনপ্রিয় অভিনেত্রীর দ্বিতীয়বার বিয়ে পাকিস্তানের পঞ্জাবে সেপ্টেম্বর মাসেই। 

বলিউডে দীর্ঘদিন ধরে কাজ করেও অনেক অভিনেত্রীর কপালেই ‘শাহরুখ খানের নায়িকা’ হওয়ার সুযোগ জোটে না। সেখানে পড়শি দেশ পাকিস্তান থেকে এসে এই মেয়েটি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন। শুধু তাই নয়, শাহরুখ আর তাঁর জুটি বেশ বিখ্যাত হয়। মনে ধরে দর্শকদের। এবার সেই নায়িকাই নাকি খুব জলদি বসতে চলেছে বিয়ের পিঁড়িতে। বুঝতে পারছেন কি কার কথা হচ্ছে?

ঠিকই ধরেছেন খবর রয়েছে, সামনেই বিয়ে পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানের। বেশ কয়েকটি টেলিভিশন শো এবং চলচ্চিত্রে কাজ করা মাহিরা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার জন্য নাকি প্রস্তুত। আতিফ আসলামের সঙ্গে 'বোল' দিয়ে সিনেমায় অভিষেক হওয়া এই তারকা ‘রইস’ সিনেমা দিয়ে শাহরুখ খানের বিপরীতে শুরু করেছিলেন তাঁর বলিউড কেরিয়ার। যদিও ভার-পাকিস্তানের মধ্যে চলা অভ্যন্তরীণ বিবাদের কারণে আর হিন্দি ছবিতে দেখা যায়নি তাঁকে। খবর রয়েছে, এই তারকা সেপ্টেম্বরে তাঁর দীর্ঘদিনের প্রেমিক সেলিম করিমের সঙ্গে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।

‘হামসাফর’ টেলিভিশন শো-তে জনপ্রিয়তা পেয়েছিল মাহিরা খানের অভিনয়। 'বোল' আর ‘রইস’ ছাড়াও কাজ করেন ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ ছবিতে। এবং তাঁর কাজ প্রশংসিতও হয়। পাকিস্তানের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, দীর্ঘদিনের প্রেমিক সেলিম করিমের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সেপ্টেম্বর মাসেই। যিনি পেশায় একজন ব্যবসায়ী। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে এটি একটি অন্তরঙ্গ অনুষ্ঠান হতে চলেছে। এবং তাতে দুজনের পরিবার ও কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবই শুধুমাত্র উপস্থিত থাকবে।

আরও পড়ুন: রাস্তায় হাঁটলেন খালি পায়ে, সিদ্ধিবিনায়ক মন্দিরে ছেলের জন্য পুজো দিলেন অমিতাভ?

আরও পড়ুন: গদর ২ যেন তুফান মেল, সানি দেওলের গা থেকে মুছল ‘ফ্লপ’ তকমা! ৭ দিনের মোট আয় কত?

মাহিরা ডেস্টিনেশন ওয়েডিং করবেন বলেও খবর রয়েছে। পাকিস্তানের পঞ্জাবের একটি হিল স্টেশনকে বেছে নিয়েছেন খুব সম্ভবত। তবে অফিসিয়াল কোনও খবরই সামনে আনা হয়নি এখনও অভিনেত্রী বা তাঁর টিমের তরফে।

প্রসঙ্গত, মাহিরার প্রথম স্বামীর নাম আলি আকসারি। দুজনের আলাপ হয়েছিল ২০০৬ সালে লস অ্যাঞ্জেলসে। এরপর ২০০৭ সালে ইসলামিক রীতি অনুসারে মাহিরা আর আলির বিয়ে হয়। শোনা যায়, মাহিরার বাবার নাকি এই বিয়েতে মত ছিল না। ২০০৯ সালে পুত্র সন্তানের জন্ম দেন মাহিরা। তবে রূপকথার শেষ হয় ২০১৫ সালে, আলাদা হয়ে যান মাহিরা আর আলি।

 

বায়োস্কোপ খবর

Latest News

রোদ-বৃষ্টিতেই প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? অসুখ থেকে দূরে থাকুন এভাবে পুজোর প্রেমে আস্থা নেই! বঁধুয়া শেষ, দুর্গাপুজো শহরের বাইরেই কাটবে সুরভীর বাবার কোলে বসে আছেন মা, ঠনঠনিয়ার দত্তবাড়িতে মায়ের পুজো হয় বৈষ্ণব মতে পুজোর দিনে লিভিং রুম তাক লাগাবে অতিথিদের, সাজানোর সময় মনে রাখুন ছোট্ট কিছু টিপস পুজোয় বাঙালি সাজে দিমি-বিশাল-শুভাশিস, ভাইরাল তারকারা ফিল্ডিংয়ে কোনও ঢিলেমি বরদাস্ত নয়, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ‘কঠোর’ গম্ভীর পাঁচ বছর পর জুম্মাবারে রাইফেল হাতে ইজরায়েলকে নিশানা করলেন ইরানের সুপ্রিম নেতা ওয়ার্ল্ড টেনিস লিগে বিশ্বসেরাদের সঙ্গে অংশ নেবেন সুমিত নাগাল দর্শনার্থীদের গঙ্গার নিচ দিয়ে মণ্ডপে নিয়ে যাবে মেট্রো, তাক লাগাচ্ছে এই পুজো আম্পায়ারের ভুলে রান-আউট পেল না ভারত! হরমনপ্রীতদের বঞ্চনায় সোচ্চার অশ্বিন- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.