দেখা যাচ্ছে গায়ক-র্যাপার ইয়ো ইয়ো হানি সিং এবং তার বান্ধবী, অভিনেতা-মডেল টিনা থারানির মধ্যে সম্পর্ক ঠিকঠাক নেই। খুব সম্ভবত তাঁদের পথ আলাদা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন তাঁরা। দুজনের একত্রে সব ছবি মুছেও ফেলেছেন।
একটি নিউজ পোর্টালের খবর অনুযায়ী, কিছুদিন আগেই হানি সিং ও টিনার ব্রেকআপ হয়েছে। গত বছরের এপ্রিলে প্রেম শুরু হয় তাঁদের। আর বছর ঘুরতে না ঘুরতেই তাতে পড়ল ফুলস্টপ।
সূত্রের মতে, দুজনেরই জীবন থেকে আলাদা আলাদা চাহিদা ছিল। টিনার হৃদয় ভেঙে গিয়েছে এই ঘটনায়। তবে নিজের ব্রেকআপের কথা কাছের মানুষদের ফলাও করে বলে বেড়াচ্ছেন হানি সিং।
প্রসঙ্গত, ২০২২ সালের শেষের দিকেই হানির ডিভোর্স হয় ২০ বছরের পুরনো বউ শালিনীর সঙ্গে। ২০১১ সালে তাঁরা শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে তাঁরা বিয়ে করেন। ২০১৪ সালে প্রথমবার রিয়ালিটি শো রকস্টার এর একটি পর্বে দর্শকদের সঙ্গে স্ত্রী শালিনী তলওয়ারের পরিচয় করিয়ে দেন হানি সিং। তার আগে হানি সিং যে বিবাহিত তা জানা ছিল না অনেকেরই। আরও পড়ুন: ‘অনেক পুরুষ এসেছে যারা আমার সাফল্যে অনিশ্চয়তায় ভুগত’, কাকে ইঙ্গিত প্রিয়াঙ্কার?
এরপর শালিনী ‘লুঙ্গি ডান্স’ খ্যাত গায়কের নামে শারীরিক হিংসা, যৌন হিংসা, মানসিক উৎপীড়ন এবং আর্থিক তছরুপের মতো অভিযোগ তোলে। শালিনী সেই সময় জানিয়েছিলেন, তাঁদের হানিমুনের সময় থেকেই হানি তাঁর গায়ে হাত তোলা শুরু করেন। সঙ্গে হানির মদের নেশা, একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে বিরক্ত হয়ে তিনি ডিভোর্স ফাইল করেন বলেই অভিযোগ। এরপর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দুজনে আলাদা হয়ে যান।
২০২২ সালের ডিসেম্বরেই সোশ্যাল মিডিয়ায় টিনার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন হানি। যদিও প্রেমটা চলছিল তার আগে থেকে। সেই সময় হানি দিল্লির এক অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছেছিলেন। অনুষ্ঠানের ফাঁকে টিনাকে ‘মেরি গার্লফ্রেন্ড’ বলেও সম্বোধন করে বসেন হানি। গায়কের মিউজিক ভিডিয়ো মিউজিক ভিডিয়ো ‘প্যারিস দা ট্রিপ’-এর মুখ ছিলেন টিনা। তারপর থেকে প্রায়ই মাখোমাখো ছবি-ভিডিয়ো আসত ইন্টারনেটে। তবে এসব এখন অতীত। তবে বিচ্ছেদের কারণ নিয়ে কেউই অবশ্য মুখ খোলেননি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)