২০২১ সালের সবচেয়ে হিট ছবি ছিল ‘পুষ্পা: দ্য রইজ’। বক্স অফিসে তুমুল আলোড়ন ফেলেছিল দক্ষিণের এই ছবি। খুব জলদি আসছে সিনেমার দ্বিতীয় পার্টও। মাঝে শোনা গিয়েছিল বাঁকুড়ার লাল মাটিতে হবে এই ছবির শ্যুটিং। বাংলার মানুষ খুব আনন্দও পেয়েছিল একথা শুনে। আল্লু অর্জুনকে চাক্ষুষ করার সুযোগ মিলবে বলে কথা। তবে এখন শোনা যাচ্ছে পুষ্পরাজের উত্থানের গল্প না-ও বোনা হতে পারে বাংলায়। কারণ নির্মাতারা চাইছেন না কোনও অত্যুৎসাহীদের কারণে ছবির কাজে বাধা পড়ুক, বা কোনও সিন ভাইরাল হয়ে যাক মুক্তির আগে।
তবে বাংলার মনখারাপ কাটতে পারে আরও একটা খবরে। আর তা হল পুষ্পা ২-তে নাকি কাজ করার কথা রয়েছে যিশু সেনগুপ্তর। আপাতত বাজারে ঘুরছে এরকমই একটা খবর। কতটা সত্যি আছে এতে? আসলে যিশু আগেই জানিয়েছিলেন 'পুষ্পা দ্যা রাইজ'-এ অভিনয়ের প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা আর হয়ে ওঠেনি। পুষ্পা দ্যা রাইজ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের কথা ছিল তাঁর, যাতে অভিনয় করেন ফহাদ ফাসিল।
জোর গুঞ্জন, ‘পুষ্পা: দ্যা রুল’-এও নেতিবাচক চরিত্রে অভিনয়ের অফার পেয়েছেন যিশু। যদিও এই অফার প্রথমে গিয়েছিল বিজয় সেতুপতির কাছে। তবে আপাতত বিজয় নভেম্বর মাস থেকে একটি ছবির কাজে হাত দেবেন। তাই তাঁর পক্ষে ডেট দেওয়া মুশকিল। সেই চরিত্র যীশু অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এখনই এই নিয়ে কোনও স্বীকারোক্টি আসেনি নির্মাতা বা যিশুর তরফে। তবে বাংলার ছাপ থাকলে মন্দ হবে না কিন্তু!