শোলাঙ্কি রায়ের গাঁটছড়া ছাড়ার খবরে আঘাত পেয়েছিলেন অনেক দর্শকই। খুব জলদিই অভিনেত্রী ফিরছেন নতুন প্রোজেক্ট নিয়ে। জানুন বিস্তারে।
1/5হঠাৎই গাঁটছড়া সিরিয়াল ছাড়ার কথা ঘোষণা করেন শোলাঙ্কি রায়। স্টার জলসার এই জনপ্রিয় মেগায় কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলছিল তাঁর। তবে চ্যানেলের সঙ্গে কনট্র্যাক্ট শেষ হওয়ার পর আর তা রিনিউ করাননি। ধারাবাহিক লিপ নেওয়ার পর পুরনো চরিত্রদের সবাই থাকলেও, থাকেনি আর খড়ি চরিত্রটা। বরং খড়ি-র মৃত্যু দিয়েই লিপ নেয় গাঁটছড়ার গল্প। সেই সময় শোলাঙ্কি জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন ব্রেক নিয়ে তারপর কাজে ফিরবেন।
2/5এরপর সামাজিক মাধ্যমে শিমলা থেকে ছবি শেয়ার করে নেন শোলাঙ্কি। পাহাড়ি রাস্তায় বৃষ্টি উপভোগ করতে দেখা যায় তাঁকে। সেই সময় একার ছবিই শেয়ার করেছিলেন তিনি। তবে এখন ছুটি কাটিয়ে ফিরে অনেকটাই ফিট। খবর খুব জলদিই ক্যামেরার সামনে আসবেন শোলাঙ্কি। তবে এবার টিভিতে নয়, বরং করতে চলেছেন ওটিটি ডেবিউ।
3/5খবর মিলছে, পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পরবর্তী ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে শোলাঙ্কিকে। রাহুল এর আগে পরিচালনা করেছেন কিশমিশ, দিলখুশের মতো ছবি। যা বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এবার ফ্যামিলি ড্রামা নিয়ে সিরিজ বানাবেন রাহুল। যেখানে শোলাঙ্কির চরিত্রের নাম পৃথা।
4/5শোলাঙ্কি ছাড়াও অনুসূয়া মজুমদার, ঐশ্বর্য সেনের কাজ করার কথা রয়েছে এই সিরিজে। শ্যুটিং শুরু হবে জুন মাসে। খড়ি থুরি শোলাঙ্কির ফেরার খবরে নিসন্দেহে খুব খুশি হবে তাঁর অনুরাগীরা। প্রসঙ্গত, খড়ি চরিত্রটা শেষ হওয়ার পর পরবর্তী প্রজন্মের গল্প দেখাচ্ছে গাঁটছড়া। তবে দর্শক মনে সেভাবে জায়গা করে নিতে পারছে না এই মেগা। টিআরপিও বেশ অনেকটাই পড়ে গিয়েছে।
5/5ইচ্ছেনদী ধারাবাহিক দিয়ে দর্শক মনে জায়গা করেছিলেন শোলাঙ্কি। তারপর সাত ভাই চম্পা, ফাগুন বউ, প্রথমা কাদম্বিনী-তে কাজ। মাঝে তাঁকে দেখা যায় বাবা বেবি ও সিনেমায়। এরপর দীর্ঘ দেড় বছর গাঁটছড়ায় কাজ। বিক্রমের সঙ্গে জুটিতে কাজ করেছেন শহরের উষ্ণতম দিনে সিনেমাতেও। ওয়েবেও শোলাঙ্কিকে দেখা গিয়েছে ধানবাদ ব্লুজ, পাপ, মন্টু পাইলটে।