বাংলা নিউজ > বায়োস্কোপ > তিন মাস হতেই স্লট বদল, রাত থেকে দুপুরের স্লটে পাঠানো হচ্ছে জি বাংলার এই মেগা?

তিন মাস হতেই স্লট বদল, রাত থেকে দুপুরের স্লটে পাঠানো হচ্ছে জি বাংলার এই মেগা?

স্লট পরিবর্তন হচ্ছে জি বাংলার এই মেগার!

স্বস্তিকা দত্ত ও শুভঙ্কর সাহা-র ধারাবাহিক শুরু থেকেই পেরে ওঠেনি টিআরপি-র লড়াইয়ে। টপে থাকা অনুরাগের ছোঁয়াকে টক্কর দিতে ব্যর্থ হওয়ায় তাহলে কি চলে যেতে হবে দুপুরের স্লটে!

মাসখানেকের মধ্যে জি বাংলার টিআরপি তালিকায় বেশ বড় রদবদল আসতে চলেছে তা ধারণা করা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। চ্য়ানেলের তরফে এখনও সেরকম ঘোষণা না আসলেও হাওয়ায় উড়ছে বেশ কিছু খবর। সকাল থেকে যেমন রটে গিয়েছে এপ্রিলের মাঝামাঝিই বন্ধ হয়ে যাবে মিঠাই। শুধু তাই নয় সেই জায়গায় শুরু হবে ‘ফুলকি’ বলে একটি মেগা। আর তাতে মুখ্য চরিত্রে থাকবে নবাগত দুই মুখ। খুব সম্ভবত ক্রিকেটকে কেন্দ্র করেই হবে এই সিরিয়াল। মিঠাইয়ের বিকেল ৬টার স্লটই দেওয়া হবে ‘ফুলকি’-কে।

এদিকে জি বাংলার তরফে দিনকয়েক আগেই ঘোষণা করা হয়েছে মুকুট ধারাবহিকের। নতুন শুরু হতে চলা এই মেগা দিয়ে ফিরছেন শ্রীপর্ণা রায় এবং আনন্দ ঘোষের জুটি। লিড রোলে দেখা মিলবে শ্রাবণী ভুঁইয়ার। প্রথমে শোনা গিয়েছিল মুকুট আসবে রাত ৯টার স্লটে সোহাগ জলের জায়গায়। তবে প্রোমোতে দেওয়া হয় সাড়ে ৯টার স্লট। ২৭ মার্চ থেকে তাঁর মানে ওই সময় আর দেখা যাবে না তোমার খোলা হাওয়া। তাহলে প্রশ্ন কী হবে স্বস্তিকার সিরিয়ালে। বন্ধ হবে, নাকি সময় বদলে পাঠিয়ে দেওয়া হবে অন্য কোনও সময়ে। 

প্রসঙ্গত ২০২২-এর ডিসেম্বরে শুরু হয়েছিল ‘তোমার খোলা হাওয়া’। সেই হিসেবে বয়স মাত্র ৩ মাস। কিন্তু বিপরীতে থাকা ‘অনুরাগের ছোঁয়া’র কাছে টিআরপি-র লড়াইতে নাস্তানাবুদ হতে হচ্ছে প্রথম থেকেই। তাই স্টার জলসাকে মাত দিতে মুকুটকে নিয়ে আসার সিদ্ধান্ত জি বাংলার। আরও পড়ুন: স্লট ধরে রেখেও এপ্রিলে বন্ধ হচ্ছে মিঠাই? জবাব দিলেন পরিচালক

আপাতত খবর, এখনই বন্ধ করা হবে না স্বস্তিকা দত্তের তোমার খোলা হওয়া। পাঠিয়ে দেওয়া হতে পারে বিকেল ৩টের স্লটে। আর এখনই বন্ধ হবে না সোহাগ জল। যেহেতু টিআরপি তালিকায় নম্বর বেশ ভালোই আছে, এক্কা দোক্কার থেকে টিআরপিতে বেশি নম্বর পেয়ে স্লটও পাচ্ছে তাই বন্ধ করার প্রশ্নই ওঠে না। তবে চ্যানেলের তরফে হয়নি কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট।

এদিকে মিঠাই বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়েও মুখ খুলেছেন পরিচালক হিন্দুস্তান টাইমস বাংলার কাছে। সাফ জবাব দেন, ‘আপনাদের মতো আমিও শুনছি মিঠাই নাকি শেষ হচ্ছে। এক বছর ধরে আমি এটাই শুনছি। গত বছরও যখন মাঝে টিআরপি একটু ডাউন ছিল, তখন আমাকে অনেকে এই প্রশ্ন করেছে। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক। যতক্ষণ না পর্যন্ত চ্যানেলের তরফে আমাকে জানানো হচ্ছে ততক্ষণ আমি কিছু জানি না। …মিঠাই শেষের গুঞ্জন নিয়ে এখন আর কিছু ভাবি না। রানি রাসমণিও শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে করে সাড়ে তিন বছর চলল। এটাও এক বছর বন্ধ হবে হবে করে চলছে। টাইম স্লট চেঞ্জের সময়ও এই গুজব রটেছিল। লোকজনের এখন নতুন সিরিয়াল লঞ্চ হলেই মনে হয় মিঠাই শেষ হবে।’

 

বন্ধ করুন