বাংলা নিউজ > বায়োস্কোপ > Serial Update: জলসায় আসছে ‘নাগ পঞ্চমী’, নাগিন হচ্ছেন নাকি এই জনপ্রিয় নায়িকা! বিপরীতে রাজদীপ

Serial Update: জলসায় আসছে ‘নাগ পঞ্চমী’, নাগিন হচ্ছেন নাকি এই জনপ্রিয় নায়িকা! বিপরীতে রাজদীপ

জলসায় আসছে ‘নাগ পঞ্চমী’ সিরিয়াল।

'টলিপাড়ার খবর বলছে, স্টার জলসায় খুব জলদি আসছে সিরিয়াল ‘নাগ পঞ্চমী’, ইতিমধ্যে হয়ে গেছে প্রোমো শ্যুটও। 

Nag Panchami Serial: হিন্দিতে নাগিন ধারাবাহিক খুব জনপ্রিয়। আপাতত চলছে ৬ নম্বর সিজন। প্রতিবারের মতো এটাও হিট। টিআরপি তালিকাতেও জায়গা করে নেয় প্রায় প্রতিসপ্তাহে। এখন খবর মিলছে বাংলাতে আসছে সিরিয়াল ‘নাগ পঞ্চমী’, যা দেখা যাবে স্টারজলসায়। শোনা যাচ্ছে এখানেও রহস্য, আধ্যাত্মিকতার মেলবন্ধন দেখতে পারবেন দর্শক। ইতিমধ্যে হয়ে গিয়েছে প্রোমোশ্যুটও। তবে এই ব্যাপারে এখনও মুখ খুলতে চাইছেন না কেউই।

তবে স্টুডিয়োপাড়ার খবর বলছে, ‘নাগ পঞ্চমী’ ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা মিলবে রাজদীপ গুপ্তর। ওটিটির দুনিয়ায় খুব পরিচিত মুখ তিনি। মিসম্যাচ, জাপানি টয়, উত্তরণ-এর মতো সিরিজে কাজ করেছেন। দেখা মিলেছিল ‘ওগা বধূ সুন্দরী’-তেও। 

নাগিন জাতীয় কোনও চরিত্র থাকবে কি না তা নিশ্চিত নয়, তবে ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সুস্মিতা দে। যাকে দর্শক প্রথম দেখেছিল ‘অপরাজিতা অপু’-তে। যা দু বছর মতো চলেছিল। তারপর তাঁকে দেখা যায় ‘বৌমা একঘর’ সিরিয়ালে। কিন্তু টিআরপি কম থাকায় ৩ মাস পেরনোর আগেই সিরিয়ালটা বন্ধ করে দিতে হয়। তবে তাতেও জলসার হাত ছাড়েননি সুস্মিতা। এর আগে অবশ্য শোনা গিয়েছিল ‘নাগ পঞ্চমী’-তে মুখ্য চরিত্রের অফার নাকি গিয়েছে নবনীতা দাসের কাছে। 

খবর বলছে, ভিএফএক্স-এর ব্যবহার হবে এই সিরিয়ালে। যা বাংলা সিরিয়ালের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। সম্ভবত নভেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই এসে যাবে প্রোমো। আর কাকেই বা রিপ্লেস করে? ‘গোধূলি আলাপ’ কিংবা ‘গুড্ডি’ নয়তো?

 

বন্ধ করুন