কিছুদিন আগেই Zee 5-এ মুক্তি পেয়েছে হিসাব বরাবর। এই সিনেমায় একজন সৎ টিকিট চেকারের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা। বাস্তব জীবনেও তিনি ভীষণভাবে সৎ নিজের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিছু স্মৃতি রোমন্থন করতে শোনা গেল অভিনেতাকে।
আরও পড়ুন: শাহরুখকে মন্নতের জন্য ৯ কোটি টাকা ফেরত দেবে মহারাষ্ট্র সরকার! কেন?
মাধবন বলেন, ছোটবেলায় প্রজাতন্ত্র দিবস পালিয়েছিল ছুটির দিন। সেদিন কিছুই করার থাকত না। কেউ আমাদের জোর করে কিছু করাতে পারত না। তবে আপনি যখন ধীরে ধীরে বড় হবেন তখন বুঝতে পারবেন এই দিনটির মূল্য। কেন এই দিনটি উদযাপন করা হচ্ছে সেটা বোঝা যায় বড় হলে।
অভিনেতা বলেন, ছোটবেলার দিনে ফিরে যাওয়ার একমাত্র উপায় হলো যখন আপনি জাতীয় সংগীত গাইবেন। তবে ছোটবেলায় শুধু জাতীয় সংগীত আপনি গাইতেন, বড় হলে বুঝতে পারবেন এই জাতীয় সঙ্গীতের আসল মানে। কতটা অনুভব দিয়ে এই জাতীয় সংগীত গাওয়া হয় তা বুঝতে পারবেন বড় হলে। সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পারবেন যারা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন।
তিনি আরও বলেন, আপনি যত বড় হবেন তত বুঝতে পারবেন কত মানুষের ত্যাগের বিনিময়ে আপনি আজকের এই দিনটি দেখতে পেয়েছেন। আপনি বুঝবেন দেশের প্রতি আপনার ভূমিকা ঠিক কি। আপনি সেই ত্যাগের মূল্য বুঝতে পারলে কোনও অযাচিত কাজ করবেন না নিজে থেকেই।
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবস কাটুক দেশাত্মবোধক গানে! রইল HT বাংলার বিশেষ প্লেলিস্ট
আরও পড়ুন: ‘কবীর সিং আমায় তারকা হতে সাহায্য করে’, কেন এমন কথা বললেন শাহিদ কাপুর?
অভিনেতার ছেলে বেদান্ত মাধবন ইতিমধ্যেই দেশের হয়ে একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। ছেলের প্রসঙ্গে মাধবন বলেন, আমি বিশ্বাস করি ব্যক্তিত্ব এবং পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন পিছনে ফিরে তাকাবেন আপনি বুঝতে পারবেন আপনার চূড়ান্ত পরিচয় হলে আপনি ব্যক্তি হিসেবে কে। আপনি একজন ভারতীয়, এটাই আপনার সর্বশেষ পরিচয়। বিশ্বব্যাপী মঞ্চে যখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন তখন আপনার পরিচয় আপনি ভারতীয়। দেশের পতাকাই আপনার প্রধান সম্মান।