বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক চট্টোপাধ্যায়। সহকর্মী, বন্ধু, পরিবারের মানুষ তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। কিন্তু এর মধ্যেই Viral হয়েছে একটি Video।
হালে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিষেক। হোগলবেড়িয়া তরণ সংঘের পরিচালনায় সেই অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন তিনি। সেখানেই হঠাৎ উঠে আসে মৃত্যু প্রসঙ্গ। কেন, জানতে চান?
এই অনুষ্ঠানের যে ভিডিয়োটি পাওয়া গিয়েছে, সেখানে অভিষেক প্রথমে বলছিলেন, চিরঞ্জিতের একটি গল্প। বলেন, চিরঞ্জিতের পরিচালনায় একটি ছবিতে তিনি কাজ করেন। সেই ছবির বিখ্যাত সংলাপ ছিল, ‘বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না।’ কিন্তু হালে চিরঞ্জিতের সঙ্গে দেখা হতে, তিনি বলেন, ওই সংলাপটি তিনি ভুল লিখেছিলেন। কারণ তাঁর মা মারা যাওয়ার পরে, আশপাশের বাড়ির মহিলারা তাঁকে এসে বলেন, তাঁরা ওঁর মায়ের মতো। কিন্তু কারও স্ত্রী মারা গেলে, আশপাশের কেউ এসে বলেন না, তাঁরা ওঁর স্ত্রীর মতো। ফলে চিরঞ্জিতের মতে, সংলাপটি হওয়া উচিত, ‘মা হারালে মা পাওয়া যায় রে, বউ হারালে বউ পাওয়া যায় না।’
কিন্তু এই মজার কথার মধ্যেও চলে আসে মৃত্যু প্রসঙ্গ। কেন জানেন?
এই অনুষ্ঠানে অভিষেক ছাড়াও ছিলেন বাংলার আর এক জনপ্রিয় শিল্পী ইন্দ্রাণী হালদার। অভিষেক এক সময়ে বলেন, এবার ইন্দ্রাণীকে ডেকে নেওয়া হোক। কিন্তু অভিনেত্রীর সহকারী জানান, ‘দিদি এখন বিশ্রাম নিচ্ছেন।’ তখনই অভিষেক বলেন এই কথা।
কী বলেছিলে তিনি?
বলেছিলেন, ‘আমাদের জীবনে বিশ্রাম বলে কোনও কথা নেই। বিশ্রাম আবার কী! মরার পর বিশ্রাম নিই আমরা।’
এখানেই থামেন না অভিষেক। বলেন, ‘সিরিয়ালের লোকেদের যদি বলি, দাদা, জ্বর হয়েছে, ওঁরা বলবেন, শটটা দিয়ে ডাক্তার দেখাতে যান।’ এই কথা শুনে হেসে ফেলেন ইন্দ্রাণীর সহকারীও।
দেখে নিন সেই Video।
অভিষেকের মৃত্যুর পরে এই ভিডিয়োটি Viral হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এমন কথা বলেছিলেন অভিনেতা? তাহলে কোথাও বিপদের আঁচ পেয়েছিলেন? পাশাপাশি আবার অনেকেই মন্তব্য করেছেন, প্রয়াত অভিনেতা সারাক্ষণ কাজের মধ্যেই থাকতেন। আর এমন কথা আগেও বহু বার বলেছেন। এটি নতুন কিছু নয়।