টলিপাড়ার চর্চিত জুটি আর্য আর চারু। রিল লাইফের মতো রিয়েল লাইফেও তাঁদের একসাথে দেখতে বড়ই পছন্দ করেন দর্শকরা। যদিও দেবচন্দ্রমা সিংহ রায় বরাবরই এই সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়ে এসেছেন। তবে তাঁর জন্মদিনে রিজওয়ান রব্বানি শেখ যে পোস্টটি করেন সোশ্যাল মিডিয়ায়, তা যেন প্রেমের জল্পনাকে আরও উসকে দিল।
নিজেদের একাধিক ছবি নিয়ে তৈরি একটি ভিডিয়ো শেয়ার করে রিজওয়ান লিখলেন, ‘সোনিয়ে তোর আজ জন্মদিন’। আর উত্তরে একাধিক চুমু ছুঁড়ে দিল দেবচন্দ্রিমা। সেই ভিডিয়োর কমেন্ট বক্সে চারু-আর্যর ভক্তদের উৎসাহ দেখার মতো। আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে সকলে। প্রেমের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টা কবে হবে, সেটারই অপেক্ষা চলছে শুধু!
দেবচন্দ্রিমা নিজের আর রিজওয়ানের সম্পর্কে জানিয়েছেন, ‘আমরা খুব ভালো বন্ধু। ইন্ডাস্ট্রিতে আমার সবথেকে ভালো বন্ধু। রিজওয়ানের সঙ্গে আমার কোনও প্রেম নেই। আর হবেও না। এই এক কথা বলতে বলতে আমি ক্লান্ত।’
যদিও খবর, রিজওয়ানের সঙ্গে সম্পর্কের খাতিরেই দীর্ঘদিনের প্রেমিক সায়ন্ত মোদকের সাথে ব্রেকআপ হয় দেবচন্দ্রিমার। ‘কাজল লতা’ ধারাবাহিকে কাজের সময় থেকেই ছিল সম্পর্ক। একসাথে মলদ্বীপেও ঘুরতে গিয়েছিলেন তাঁরা। তবে হঠাৎই আলাদা হয়ে যায় পথ।
সেই সময় ব্রেকআপ নিয়ে পরদার ‘চারু’ জানিয়েছিল, ‘আমরা সম্পর্কে জড়াই নিজেদের ভালো রাখার জন্য। যদি সেখানেই ভালো না থাকি, তা হলে তো একসাথে থাকার কোনও মানেই নেই। সেরকম পরিস্থিতি তৈরি হতেই আমি নিজেকে সরিয়ে এনেছি।’