স্টার জলসায় সোমবার থেকে শুরু হয়েছে দুটো নতুন ধারাবাহিক। আর সেটার জেরেই থামল বঁধূয়ার সফর। আর তারপরই মন খারাপ রেজওয়ান রব্বানি শেখের। শেষ শ্যুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করলেন ছোট পর্দার আবির। সঙ্গে লিখলেন বিশেষ বার্তাও।
আরও পড়ুন: নেপথ্যে চণ্ডীপাঠ, এদিকে শহরের বুকে পরপর ঘটছে মহিলাদের খুন! টোটা - শান্তনুরা কী পারবেন খুনিকে ধরতে?
আরও পড়ুন: 'জয়া জি-কে কোন হিরোর সঙ্গে দেখলে হিংসে হতো?' KBC -তে এসেই অমিতাভকে গুগলি আমিরের! জবাবে কী বললেন বিগ বি?
কী পোস্ট করেন রেজওয়ান?
রেজওয়ান রব্বানি শেখ এদিন বঁধূয়ার সেট থেকে শেষদিনের শ্যুটিংয়ের কিছু ক্লিপ এবং অবশ্যই তাঁদের সেলিব্রেশনের কিছু ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। প্রথম ছবিতে তাঁদের গোটা বঁধূয়ার টিমকে দেখা যাচ্ছেন তাঁর এবং জ্যোতির্ময়ী কুণ্ডু ওরফে পর্দার পেখমের গালে মুখে কেক লেগে থাকতে দেখা যাচ্ছে। এরপর তিনি তাঁদের শ্যুটিংয়ের নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন। বাদ দেননি শেষ দিনের কেক কাটার মুহূর্তের ছবি পোস্ট করতে।
আরও পড়ুন: মসজিদের মাইকে মহিষাসুরমর্দিনী বাজানোর দাবি বিজেপির তরুণজ্যোতির! লিখলেন, 'দুর্গাপুজোর মণ্ডপে যদি...'
এই ছবির সঙ্গে রেজওয়ান ওরফে পর্দার আবির লেখেন, 'ভক্ত, দর্শক এবং সমস্ত শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ আমাদের ভালোবাসা দেওয়ার জন্য। আমরা ২০০ এর বেশি পর্ব করতে পেরেছি যেখানে ভালোবাসা, হাসি, রাগ, প্রতিশোধ, জেদ, লোভ, প্রতিহিংসা, বিশ্বাস, কান্না সব কিছুকেই তুলে ধরেছি। কিন্তু সব শুরুর তো শেষ থাকে। ঠিক তেমনই বঁধূয়ারও আছে। আমাদের সফর শেষ হল।'
তিনি এদিন একই সঙ্গে জানান যেদিন তাঁদের শেষ দিনের শ্যুটিং ছিল সেদিন তাঁর জন্মদিন ছিল। তাই দুটোর উদযাপন একসঙ্গে করা হয় সেটে। তিনি এদিন ভক্তদের কথা দেন তিনি আবারও শীঘ্রই নতুন রূপে, নতুন চরিত্রে পর্দায় ফিরে আসবেন।
আরও পড়ুন: ভাইরাল গোবিন্দার পা থেকে বুলেট টেনে বের করার ছবি! এখন কেমন আছেন?
কে কী বলছেন?
অনেকেই রেজওয়ান রব্বানি শেখের পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'বারো বছর ধরে আমি তোমার অভিনয় মুগ্ধ, আমি তোমার ভক্ত।' আরেকজন লেখেন, 'বাংলা সিরিয়ালে যতগুলো অভিনেতা অভিনয় করছে তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে তোমার অভিনয়।' আরও অনেকেই জানিয়েছেন তাঁরা এই সিরিয়ালটিকে খুব মিস করবেন।