আরজি কর কাণ্ডে তোলপাড়া রাজ্য রাজনীতি। এর আঁচ পড়েছে ভিন রাজ্যও। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এরাজ্যের সাধরণ মহিলা থেকে তারকারা। এমনকি সরব হয়েছে বলি সেলেবরাও। এবার আরজি করের ঘটনায় প্রতিবাদে মুখ খুললেন প্রাক্তন অভিনেত্রী, লেখিকা টুইঙ্কল খান্না।
টুইঙ্কল আরজি করের ঘটনায় যেভাবে কলম ধরেছেন, তা পড়ে হয়ত আপনিও শিহরিত হবেন। একটু হলেও আপনাকেও ভাবিয়ে তুলবে টুইঙ্কলের লেখাটি।
টুইঙ্কল খান্না লেখেন, ‘এই গ্রহে, এই দেশে পঞ্চাশ বছর কাটিয়ে ফেললাম। আর আমি আমার মেয়েকে সেই একই জিনিস শিখিয়ে যাচ্ছি যা আমাকেও ছোটবেলায় শেখানো হয়েছিল। একা যাবে না - পার্কে, স্কুলে, সৈকতে, কোথাও না। কোন পুরুষের সঙ্গে কখনও একা যাবে না, এমনকি যদি সে আপনার জ্যাঠা/কাকা হয়, তুতো ভাই হয় কিংবা বন্ধু হয়, তাহলেও না। সকালে, সন্ধ্যায় এবং বিশেষ করে রাতে একা যাবে না। একা যাওয়া আসলে বিষয় নয়, তবু একা যেও না। কারণ তুমি হয়তো আর কখনও ফিরে নাও আসতে পারো।'
তবে শুধু টুইঙ্কল খান্না নন। আরজি করের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন বলিপাড়ার বহু সেলেব। করিনা কাপুর থেকে প্রীতি জিন্টা, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা অনেকেই এই ঘটনায় গর্জে উঠেছেন।
করিনা লেখেন, '১২ বছর পর সেই একই গল্প, একই প্রতিবাদ। তবে আমরা এখনও পরিবর্তনের জন্য অপেক্ষা করে যাচ্ছি'। প্রীতি জিন্টা লেখেন, ‘সারা বিশ্বের মধ্যে অর্থনীতিতে আমাদের দেশ পঞ্চম স্থানে রয়েছে। মনে করা হচ্ছে, আগামী নির্বাচনে সংখ্যার নিরিখে পুরুষ ভোটারদের ছাপিয়ে যাবেন মহিলারা। তবে এবার সময় হয়েছে যে মহিলাদের নিরাপত্তাকেই সবার আগে রাখতে হবে। খারাপ লাগে যখন দেখি, গ্রেফতারের পরে একজন ধর্ষকের মুখ ঢাকা থাকে। কিন্তু নির্যাতিতার ছবি ও নাম সব প্রকাশ্যে আনা হচ্ছে।’
এছাড়াও আরজি কর-কাণ্ডে মুখ খুললেন আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, কঙ্গনা রানাউত, স্বরা ভাস্কর, সামান্থা রুথ প্রভু, আয়ুষ্মান খুরানা সহ আরও অনেক বলি সেলেব।