বাংলা নিউজ > বায়োস্কোপ > Twinkle On RG Kar: মেয়েকে শেখাই কাকা, ভাই, বন্ধু, কারোর সঙ্গেই একা যেও না, কারণ তুমি ফিরে নাও আসতে পারো: টুইঙ্কল

Twinkle On RG Kar: মেয়েকে শেখাই কাকা, ভাই, বন্ধু, কারোর সঙ্গেই একা যেও না, কারণ তুমি ফিরে নাও আসতে পারো: টুইঙ্কল

আরজিকর কাণ্ডে টুইঙ্কল

‘একা যাবে না - পার্কে, স্কুলে, সৈকতে, কোথাও না। কোন পুরুষের সঙ্গে কখনও একা যাবে না, এমনকি যদি সে আপনার জ্যাঠা/কাকা হয়, তুতো ভাই হয় কিংবা বন্ধু হয়, তাহলেও না। সকালে, সন্ধ্যায় এবং বিশেষ করে রাতে একা যাবে না। একা যাওয়া আসলে বিষয় নয়, তবু একা যেও না। কারণ তুমি হয়তো আর কখনও ফিরে নাও আসতে পারো।'

আরজি কর কাণ্ডে তোলপাড়া রাজ্য রাজনীতি। এর আঁচ পড়েছে ভিন রাজ্যও। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এরাজ্যের সাধরণ মহিলা থেকে তারকারা। এমনকি সরব হয়েছে বলি সেলেবরাও। এবার আরজি করের ঘটনায় প্রতিবাদে মুখ খুললেন প্রাক্তন অভিনেত্রী, লেখিকা টুইঙ্কল খান্না।

টুইঙ্কল আরজি করের ঘটনায় যেভাবে কলম ধরেছেন, তা পড়ে হয়ত আপনিও শিহরিত হবেন। একটু হলেও আপনাকেও ভাবিয়ে তুলবে টুইঙ্কলের লেখাটি।

টুইঙ্কল খান্না লেখেন, ‘এই গ্রহে, এই দেশে পঞ্চাশ বছর কাটিয়ে ফেললাম। আর আমি আমার মেয়েকে সেই একই জিনিস শিখিয়ে যাচ্ছি যা আমাকেও ছোটবেলায় শেখানো হয়েছিল। একা যাবে না - পার্কে, স্কুলে, সৈকতে, কোথাও না। কোন পুরুষের সঙ্গে কখনও একা যাবে না, এমনকি যদি সে আপনার জ্যাঠা/কাকা হয়, তুতো ভাই হয় কিংবা বন্ধু হয়, তাহলেও না। সকালে, সন্ধ্যায় এবং বিশেষ করে রাতে একা যাবে না। একা যাওয়া আসলে বিষয় নয়, তবু একা যেও না। কারণ তুমি হয়তো আর কখনও ফিরে নাও আসতে পারো।'

তবে শুধু টুইঙ্কল খান্না নন। আরজি করের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন বলিপাড়ার বহু সেলেব। করিনা কাপুর থেকে প্রীতি জিন্টা, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা অনেকেই এই ঘটনায় গর্জে উঠেছেন।

করিনা লেখেন, '১২ বছর পর সেই একই গল্প, একই প্রতিবাদ। তবে আমরা এখনও পরিবর্তনের জন্য অপেক্ষা করে যাচ্ছি'। প্রীতি জিন্টা লেখেন, ‘সারা বিশ্বের মধ্যে অর্থনীতিতে আমাদের দেশ পঞ্চম স্থানে রয়েছে। মনে করা হচ্ছে, আগামী নির্বাচনে সংখ্যার নিরিখে পুরুষ ভোটারদের ছাপিয়ে যাবেন মহিলারা। তবে এবার সময় হয়েছে যে মহিলাদের নিরাপত্তাকেই সবার আগে রাখতে হবে। খারাপ লাগে যখন দেখি, গ্রেফতারের পরে একজন ধর্ষকের মুখ ঢাকা থাকে। কিন্তু নির্যাতিতার ছবি ও নাম সব প্রকাশ্যে আনা হচ্ছে।’

এছাড়াও আরজি কর-কাণ্ডে মুখ খুললেন আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, কঙ্গনা রানাউত, স্বরা ভাস্কর, সামান্থা রুথ প্রভু, আয়ুষ্মান খুরানা সহ আরও অনেক বলি সেলেব।

বায়োস্কোপ খবর

Latest News

আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময় বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, পুজোর মুখে পর পর ৮টি মূর্তি ভাঙচুর বছরে আয় ১০ কোটি! ভারতে ক্রিকেট ধারাভাষ্যকারদের বেতন নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া অতিরিক্ত আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার দাবি শান্তর বিয়ের আংটি খোলা, মেয়ে নিয়ে বচ্চন বধূ ছেড়েছেন দেশ! কোথায় দেখা গেল ঐশ্বর্য-অভিষেক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.