আরজি কর নিয়ে অরিজিৎ সিং-এর গাওয়া ‘আর কবে’ প্রতিবাদের সুর হয়ে গিয়েছে। রাত দখলের অনুষ্ঠান হোক বা মিছিল, অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট, অরিজিতের গান যেন নতুন প্রাণ দিয়েছে ৩১ বছরের তরুণী ডাক্তারের বিচার চেয়ে চলা আন্দোলনে। আর এবার সকল আন্দোলনকারীকে নতুন উপহার দিলেন গায়িকা ঊষা উত্থুপ।
মুক্তি পেল ঊষা উত্থুপের সেই মিউজিক ভিডিয়ো ‘জাগো রে’। সুবিচারের দাবিতে তৈরি বিশেষ এই মিউজিক ভিডিয়োর শুরুেই দেখা যাচ্ছে গায়ে সাদা অ্যাপ্রন পরছেন এক ডাক্তার। গলায় স্টেথোস্কোপ। সে রোগী দেখায় ব্যস্ত, এরই মাঝে চারদিক ঢেকে যায় নিকষ কালো আধারে। আর ঠিক তখনই অন্ধকার কাটাতে কিছু হাত এসে হাজির হয় মোমবাতি নিয়ে। সমাজকে জেগে ওঠার বার্তা দেওয়া হয়েছে এই গানের মাধ্যমে।
৮ অগস্ট রাতে আরজি কর হাসপাতালের ভিতরেই খুন ও ধর্ষণ করা হয় এক জুনিয়র ডাক্তারকে। ৯ অগস্ট যখন সামনে আসে গোটা ঘটনা, তখন রীতিমতো কেঁপে উঠেছিল বাংলা। এরপর একের পর এক দুর্নীতির খবর এরপর সামনে আসতে থাকে আরজি কর হাসপাতাল নিয়ে। সেখানকার থ্রেট কালচার, সিন্ডিকেট রাজ সামনে আসতে থাকে। এখানেই শেষ নয়, কীভাবে তরুণী ডাক্তারের মৃত্যুর খবর বিভিন্ন সময় বিভিন্নভাবে (কখনও বলা হয় অসুস্থ, কখনও বলা হয় আত্মহত্যা করেছে) পরিবারের কাছে তুলে ধরা হয়েছিল, সব টানাপোড়েন শুধু বাংলার মানুষকে নয়, গোটা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। আন্দোলনের আঁচ পৌঁছে গিয়েছে বিদেশেও।
১ মাস ৫ দিন কেটে গেলেও এখনও বিচার পায়নি নির্যাতিতা। শুধু তাই নয়, বর্তমানে তদন্তের দায়িত্বে থাকা সিবিআই তথ্য প্রমাণ নয়ছয়ের দাবি তুলেছে। কলকাতা পুলিশের করা একাধিক ‘ভুল’ সামনে এসেছে। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
আন্দোলনে নেমেছে জুনিয়র ডাক্তাররা। প্রায় ১ মসের উপর কর্মবিরতিতে তাঁর। নিজেদের সহকর্মীর হয়ে, হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে, বর্তমানে সরকারি হাসপতালগুলোতে চলতে থাকা থ্রেট কালচারের রাজত্ব বন্ধ করতে, সরব তাঁরা। বিগত কয়েকদিন ধরে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভে তাঁরা। তবে এখনও সরকারের সঙ্গে আলোচনা করার সমাধান সূত্র মেলেনি। বৃহস্পতিবারে মমতার সঙ্গে বৈঠক বাতিল হয়, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজি হননি লাইভ স্ট্রিমিংয়ে। যা স্বচ্ছতা বজায় রাখতে, প্রথম থেকে দাবি জুনিয়র ডাক্তারদের।