আরজি কর নিয়ে উত্তাল রাজ্য। সরগরম রাজ্য-রাজনীতি। এই ঘটনায় শুরু থেকেই সরব হয়েছিলেন এরাজ্যের শিল্পীরা। সম্প্রতি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে কাঞ্চন মল্লিকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এছাড়াও পুরস্কার ফিরিয়ে দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই। এমনকি রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছেড়েছেন শিল্পী সনাতন দিন্ডা। আর এবার শিল্পীদের পুরস্কার ফেরানোর ঘটনায় তাঁদের পাল্টা আক্রমণ করলেন নাট্যকার ব্রাত্য বসু।
শিল্পীদের বিঁধে বৃহস্পতিবার ব্রাত্য বসু প্রশ্ন করেন, ‘দেশের নক্কারজনক ঘটনায় কেন্দ্রের পুরস্কার ফেরাবেন তো?’
প্রসঙ্গত ব্রাত্য বসু নিজেও একজন নাট্য ব্যক্তিত্ব। আরজি করের ঘটনায় শিল্পীদের পুরস্কার ফেরানোর পদক্ষেপে ক্ষুব্ধ তিনি। ব্রাত্য বসুর কথায়, ‘কেন্দ্রীয় স্তরে যদি এমন কোনও ঘটনা ঘটে, তাঁদের কাছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকলে, ফেরত দেবেন তো?’ এরপরই ব্রাত্য বসু বলেন, ‘প্রত্যাখ্যান করা ব্যক্তিগত বিষয়। থিয়েটারের যিনি করেছেন, স্বাগত জানাই তাঁর সিদ্ধান্তকে। আমাদের নাট্য অ্যাকাডেমির পক্ষ থেকে এটুকু বলতে পারি যে, উনি বামফ্রন্টের হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তাঁকে পুরস্কার দেওয়ার সময়ে কোনও বাছবিচার করেনি। রাজনৈতিক পরিচয়ের নিরিখে তাঁর শৈল্পিক কৃতিত্ব বিচার করেনি। গণতান্ত্রিক অধিকার আছে তাঁর। তিনি নিশ্চয়ই ফেরাতে পারেন। তবে আমরা বলতে পারি যে, আমরা তাঁর ক্ষেত্রে রাজনৈতিক বিচার করিনি।’
আর এরপরই জাতীয় পুরস্কারের প্রসঙ্গ টেনে ব্রাত্য বসুর আরও বলেন, 'সকলের অধিকার আছে। তাঁদের উদ্দেশে কোনও তির্যক, নিন্দাসূচক মন্তব্য করতে চাই না। শুধু বলব, তাঁরা তাঁদের কাজ করেছেন। আশা রাখি, কেন্দ্রীয়স্তরে যদি এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে এবং তাঁদের কাছে যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার থেকে থাকে, সেগুলিও ফেরত দেবেন তাঁরা।'
এদিকে আরজি করের ঘটনাকে নিন্দনীয়, নক্কারজনক ঘটনা বলে উল্লেখ করে ব্রাত্য বসু বলেন, CBI-এই মামলা হাতে নেওয়ার পর ২৩ দিন পার হয়ে গিয়েছে। ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে কেউ গ্রেফতার হয়নি। এক্ষেত্রে সিবিআই সম্পূর্ণ নীরব। অথচ দূর্নীতির মামলায় ৪ জন গ্রেফতার হয়েছে। এটা অভিমুখ বদলানো কিনা তা নিয়ে আলোচনা চলছে। বিজেপি বলছে প্রমাণ লোপাটের কথা, কিন্তু কী প্রমাণ লোপাট হল? কেন কাউকে এখনও গ্রেফতার করা গেল না, সেবিষয়েও এদিন প্রশ্ন তোলেন ব্রাত্য বসু।