ছোটপর্দার 'রাঙা বউ', এই নামেই পরিচিত তিনি। হ্যাঁ, অভিনেত্রী শ্রুতি দাসের কথাই বলছি। শ্রুতি বরাবরই সাহসী, স্পষ্ট কথা বলতে ভয় পান না। আরজি কর কাণ্ডেও শুরু থেকেই সুর চড়িয়েছেন শ্রুতি। প্রকাশ্যে প্ল্যাকার্ড হাতে পথে নেমেছেন, সোশ্যাল মিডিয়ার পাতাতেও সরব হতে ছাড়েননি। এমনকি আরজি করের ঘটনায় 'উৎসব' না করে দুর্গাপুজোর চাঁদা দিতেও অস্বীকার করার কথা বলেছেন শ্রুতি। এবিষয়ে সুর চড়িয়ে বলেছেন, 'বোন মারা গিয়েছে, তাই অশৌচ…'।
আর এবার একটু অন্যভাবে আরজি করের প্রতিবাদে ফের সরব হলেন শ্রুতি দাস। অস্থির এই সময়ে পপ তারকা শাকিরার গানের সুরে গান বাঁধলেন শ্রুতি, কলকাতাকে দিলেন সেরে ওঠার বার্তা।
২০১০ আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপ ফুটবলের জন্য গান গেয়েছিলেন শাকিরা। যে গান 'ওয়াকা ওয়াকা…This Time For Africa।' এবার সেই একই সুরে শ্রতি গাইলেন, ‘শুনে নাও সবাই, আমরা থামছি না/ দিন দখল হোক, রাত দখল হোক, পিছু হটছি না/ জুনিয়র ডক্টরস, কাজে ফিরবে, ততদিন নাহয় রোগীদের দেখবে সিনিয়র ডক্টর/ তিলোত্তমা, বিলিভ ইট…উই নেভার থট বাট ডিট ইট/ হাতে হাত ধরে আমরা, পথে নেমে পড়েছি/ আজ তোমার সঙ্গে যা হয়েছে, কাল যেন না হয়/ কণ্ঠ রোধ কোরো না, বলব আমরা আরও কথা। সারা পৃথিবী হাল ধরেছে ইটস টাইম ফর কলকাতা…প্রাণের শহর কলকাতা, সেরে ওঠো কলকাতা, সারা ভারত পাশে আছে, প্রাউড অফ ইউ কলকাতা/ কণ্ঠ রোধ কোরো না, বলব আমরা আরও কথা, সারা বাংলা হাল ধরেছে, গেট ওয়েল সুন কলকাতা…’।
সুর শাকিরার গানের হলেও কলকাতার বর্তমান পরিস্থিতি নিজেই এই গান লিখেছেন শ্রুতি। এটি পোস্ট করে শ্রুতি দাস লিখেছেন, ‘এই কঠিন সময়টা আমায় অনেকখানি বড়ো করে দিয়েছে। এতোদিন সখে গান গাইতাম আজ এই বিখ্যাত গানের সুরে নিজের হাতে লেখাও বেড়িয়ে এলো। ভুল ত্রুটি ক্ষমা করবেন।’
শ্রুতির এই গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। বহু নেটপাড়ার বাসিন্দা অভিনেত্রী শ্রুতি থেকে গীতিকার শ্রুতির প্রশংসায় পঞ্চমুখ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নেটপাড়ায় একটা পোস্ট ভাইরাল হয়েছিল। সেই পোস্টটি শ্রুতি দাস রিপোস্ট করেন। লেখেন, 'আজ আমার এক বান্ধবী একটা খুব ভালো কথা বলেছে শেয়ার করছি। এবার পুজোয় চাঁদা চাইতে এলে বলবি অশৌচ।আমাদের এক ছোটবোন মারা গেছে। রাষ্ট্রীয় শোক।' এদিকে ইতিমধ্যেই নির্যাতিতা বিচার না পেলেও ক্লাবগুলোকে সরকারের তরফে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে খবর। তাই একই সঙ্গে দুটো ঘটনাকে এভাবেই এদিন কটাক্ষ করেন অভিনেত্রী শ্রুতি দাস।