আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল গোটা বাংলা তথা দেশ। মহিলা চিকিৎসকের হত্যার পর তা নিয়ে প্রতিবাদের আঁচ লেগেছিল বিদেশেও। এই সময় এবং পরবর্তীতে নানা সময় বাংলার জনসাধারণের সঙ্গে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররাও নানা ভিডিয়ো বলা ভালো প্রতিবাদমূলক ভিডিয়ো পোস্ট করেছেন। অংশ নিয়েছেন আন্দোলনে। বাদ যাননি বাংলার প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর কিরণ দত্ত ওরফে দ্য বং গাই। কিন্তু এদিন খেয়াল করা গেল যে দ্য বং গাই ইউটিউব চ্যানেল থেকে আরজি কর সংক্রান্ত সমস্ত ভিডিয়ো উধাও হয়ে গিয়েছে।
আরও পড়ুন: 'পাশে আছি...', নাকচ করেছেন প্রেম চর্চা, রণজয়ের জন্মদিনে বিশেষ বার্তা শ্যামৌপ্তির!
আরও পড়ুন: রচনার পর ভোটের ময়দানে ফের একগুচ্ছ টলি তারকা? বিধানসভায় তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকা-সৌমিতৃষা?
কী ঘটেছে?
ইউটিউবে কিরণ দত্ত ওরফে দ্য বং গাই চ্যানেলের তরফে পোস্ট করা আরজি কর সংক্রান্ত আর একটিও ভিডিয়ো নেই। যদিও ফেসবুকের পাতায় কিন্তু সেই ভিডিয়োগুলো এখনও বিদ্যমান। কোনও ভিডিয়োতে শাস্তি চাই দাবি তুলেছিলেন তো কোনও ভিডিয়োতে ঘটনার ১২ দিন পরেও বিচার না মেলায় করা প্রতিবাদ করেছেন। কিন্তু ফেসবুকে সেই ভিডিয়োগুলো থাকলেও কেন ইউটিউব থেকে উধাও হয়ে গেল সেটা জানতেই হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিরণের সঙ্গে। কিন্তু তিনি ফোনে অধরা (এই প্রতিবেদন পাবলিশ হওয়ার সময় পর্যন্ত)।
আরও পড়ুন: আইপিএল শুরুর আগে রমণদীপকে বাঙালিদের মন জেতার টিপস মিস দত্তর! ঘুষ হিসেবে চাইলেন কী?
ফলে এই ভিডিয়োগুলো কি ডিলিট করা হয়েছে নাকি কোনও টেকনিক্যাল এররের জন্য দেখাচ্ছে না সেটা স্পষ্ট নয়। প্রসঙ্গত এখনও পর্যন্ত বং গাই নিজেও কোথাও এই বিষয়ে কিছু লেখেননি। তিনি যদি কিছু জানাননি এই সংক্রান্ত তবে অবশ্যই সেটি এই প্রতিবেদনের জন্য যুক্ত করা হবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কেবল কিরণ নন, লাফটারসেন তথা নিরঞ্জন মন্ডল, প্রেরণা দাস, প্রীতি বিশ্বাস সহ একাধিক কন্টেন্ট ক্রিয়েটররা এই বিষয়ে প্রতিবাদমূলক ভিডিয়ো করেছেন।