আরজি করের কর্তব্যরত চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের মামলায় দু-দিন আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন সঞ্জয় রায়। অবশেষে সোমবার এই মামলার রায় ঘোষণা করল শিয়ালদা আদালত। কিন্তু বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়ের অপরাধকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে মনে করলেন না। তাই এদেশের সর্বোচ্চ সাজা ‘ফাঁসি’ নয়, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল সঞ্জয়কে। সঙ্গে রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন-‘সমঝোতা হয়ে গেছে,CBI-কে কিছু করতে দেওয়া হল না’, সঞ্জয় একমাত্র দোষী! আরজি কর রায়ে হতাশ শ্রীলেখা
আরও পড়ুন-RG Kar LIVE: আরজি কর মামলায় আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়ের, কী বললেন মমতা?
হতাশ চিকৎসক তরুণীর বাবা-মা। বিচারের কপি এখনও সামনে আসেনি, তবে বিচারক জানিয়েছেন, ৬৪, ৬৬ ও ১০৩ নম্বর ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয়। যা বিরল ঘটনা নয়। রায় প্রকাশ্যে আসবার পর শিয়ালদা আদালতের বাইরে ক্ষোভে ফেটে পড়েছে আম জনতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের তদন্ত নিয়ে। জানিয়েছেন, ‘আমাদের হাতে কেসটা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার করিয়ে দিতাম। এর আগে তিনি মামলায় আমরা ফাঁসির রায় করিয়েছিলাম। এটা এত গুরুত্বপূর্ণ একটি মামলা। ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।’
আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দ। রায় বেরানোর পর কী বলছেন তিনি? ন্যায় পেলো নির্যাতিতার পরিবার? বিচার পেল বাংলার মানুষ? টিভি নাইন বাংলাকে কিঞ্জল বলেন, ‘যাবজ্জীবন কারাদণ্ড আমরা কখনও চাইনি। আমরা চেয়েছিলাম চরম থেকে চরমতম শাস্তি। যেই দোষী হোক না কেন। নিশ্চয়ই এটা নিয়ে আবার উচ্চতর আদালতে যাওয়া হবে। কিন্তু আমরা চেয়েছিলাম চরম থেকে চরমতম শাস্তি মানে মৃত্যুদণ্ড।’
তবে এই মামলা নিয়ে অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি যোগ করেন কিঞ্জল। প্রশ্ন উঠছে, তাহলে কি এতদিন ধরে চলা আন্দোলন ব্যর্থ? কিঞ্জল জানান, তিনি হতাশ। নিম্ন আদালতের রায়ে মোটেই খুশি নন তাঁরা। একই সুর অভিনেত্রী দেবলীনা দত্তের কণ্ঠেও। তিনি বললেন, ‘এই রকম কিছু একটা হবে সে তো ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই জানা হয়ে গিয়েছিল। এ আর কী এমন বড় ঘটনা। যারা যারা এই অপরাধ করেছিল সঞ্জয় তাদের মধ্যে একজন। বাকিরা ঘরে বসে পা দোলাচ্ছে। আমার মাথাব্যাথা তাদের নিয়ে। বাকিরা কোথায়? সঞ্জয়ের একটা না একটা শাস্তি তো হতই। হয় ফাঁসি নয়, যাবজ্জীবন। সত্যি বলতে আমি খুব ইনসিকিউর ফিল করছি।’