৯ ফেব্রুয়ারি আরজি কর নির্যাতিতার জন্মদিন। আর সেই উপলক্ষে এদিন শহরের বিভিন্ন প্রান্তে জমায়েত হয়েছিল। প্রসঙ্গত নির্যাতিতার মা বাবাই সহ নাগরিকদের অনুরোধ করেছিলেন তাঁরা যেন তাঁদের মেয়েকে স্মরণ করে পথে নামেন। তাঁদের কথা রেখেছেন নাগরিকরা। তবে সেই নির্মম ঘটনার পর প্রতিবাদে থাকলেও, এদিন জমায়েতে গরহাজির টলিউড তারকারা। কে কী জানালেন?
কী ঘটেছে?
সোদপুরের মহেন্দ্রনগর উন্নয়ন সমিতির মাঠে এদিন জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আয়োজিত এই ক্লিনিক চলে সকাল ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত। বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা সেখানে ছিলেন। ওষুধ দেওয়া থেকে বিনামূল্যে চিকিৎসাও করেন তারা। এদিন বিকেলে তাঁরা আরজি করের সামনে বসানো আরজি কর নির্যাতিতার আবক্ষ মূর্তি ক্রাই অব দ্য আওয়ারের সামনে যোগ দেন। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নানা ছোট বড় জমায়েত করা হয়।
কিন্তু কোনও জমায়েতের কোথাও যোগ দিতে দেখা গেল না কোনও টলিউড তারকাকে। অথচ অগস্টে সেই ঘটনার পর শোভন গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল, বিরসা দাশগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ অনেকেই বারবার পথে নেমেছিলেন। কিন্তু এদিন কেন দেখা গেল না তাঁদের এই বিষয়ে বিরসা দাশগুপ্ত আনন্দবাজারকে জানিয়েছেন, তাঁর শরীর খারাপ তাই ইচ্ছে থাকলেও তিনি যেতে পারেননি। কিন্তু তিনি মানসিক ভাবে নির্যাতিতার পরিবারের পাশে আছেন। তাঁর স্ত্রী বা শ্যালিকা কেউই যোগ দিতে পারেননি এদিনের অনুষ্ঠানে নিজেদের অন্যান্য কাজ থাকায়। ঋষভ বসু বর্তমানে বারাণসীতে তাই তিনিও যোগ দিতে পারেননি। তানিকা বসু অর্থাৎ চালচিত্র ছবির পুতুল জানিয়েছেন তিনিও ব্যস্ততার কারণে জমায়েতে না থাকতে পারলেও নির্যাতিতার স্মৃতির উদ্দেশ্যে তিনি বাড়িতে একটি গোলাপ গাছ পুঁতবেন।
আরও পড়ুন: শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে ভর্তি চূর্ণীর বাবা, কেমন আছেন এখন?
অন্যদিকে কিঞ্জল নন্দ এদিন যোগ দিয়েছিলেন অভয়া ক্লিনিকে। সেখান থেকেই তিনি জানিয়েছেন তাঁরা এদিন প্রায় ৩৫০ জন রোগী দেখেছেন। তাঁর কথায়, 'শুরু থেকে এই আন্দোলনে আছেন, শেষ পর্যন্ত থাকবেন।' তবে এদিন তিনি সঞ্জয় রায় যে একা দোষী সাব্যস্ত হয়েছেন, এখনও কোনও সাজা ঘোষণা করা হয়নি সেই বিষয়ে মন্তব্য করেননি।