রিয়া চক্রবর্তী এবং শিবানী দান্ডেকরকে মুম্বই খারে টেনিস খেলতে দেখা গিয়েছে। এরপরই টেনিস কোট থেকে বেরোতেই ছবি শিকারীদের লেন্সে ধরা দেন তাঁরা। বি-টাউনে তাঁদের বন্ধুত্বের কথা কারও অজানা নয়।
1/7বি-টাউনে অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং শিবানী দান্ডেকরের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। পার্টি কিংবা যে কোনও সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। সুশান্ত-কাণ্ডে রিয়ার পাশেও দাঁড়াতে দেখা গিয়েছে শিবানীকে। সম্প্রতি টেনিস খেলতে গিয়ে লেন্সবন্দি দুই বান্ধবী। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
2/7রিয়া চক্রবর্তী এবং শিবানী দান্ডেকরকে মুম্বই খারে টেনিস খেলতে দেখা গিয়েছে। এরপরই টেনিস কোট থেকে বেরোতেই ছবি শিকারীদের লেন্সে ধরা দেন তাঁরা। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
3/7এ দিন রিয়াকে কালো টপ এবং গোলপি রঙের শর্টস পরে দেখা গিয়েছে। শিবানীর পরনে আকাশি রঙের ট্যাঙ্ক টপ এবং বেগুনি রঙের শর্টস। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
4/7সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের আগে খুব কম মানুষই হয়তো চিনতেন রিয়া চক্রবর্তীকে। তবে গত তিন বছর ধরে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই নাম। বলিউডে কাজ না করলেও, তাঁকে নিয়ে চর্চা লেগেই থাকে। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
5/7ছোট পর্দার এমটিভি রিয়েলিটি শো 'টিভিএস স্কুটি টিন ডিওয়া' দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন রিয়া। টেনিস খেলার সময় পাপারাৎজ্জির লেন্সবন্দি রিয়া। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
6/7এমটিভির অনেক শো হোস্ট করতে দেখা যায় রিয়াকে। অমিতাভ বচ্চন, ইমরান হাসমির সঙ্গে ২০২১ সালে ‘চেহেরে’ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল রিয়াকে। প্রাক্তন প্রেমিক সুশান্তের মৃত্যু রহস্যে জড়িয়ে আছে তাঁর নাম। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
7/7টেনিস খেলার সময় পাপারাৎজ্জির লেন্সবন্দি শিবানী। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)