২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হওয়ার ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রীতিমতো চমকে যান কোটা ভারতবাসী। একজন তরুণ যুবক, যার ভবিষ্যৎ উজ্জ্বল সে কীভাবে হঠাৎ করে আত্মহত্যা করতে পারে, প্রশ্ন ওঠে সকল মহলে। সুশান্ত মৃত্যুর মামলায় খুন এবং মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে।
২০২০ থেকে ২০২৫, ৫ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন রিয়া এবং তাঁর গোটা পরিবার। সুশান্তের মৃত্যুর পেছনে রিয়ার কোনও হাত নেই বলেই দাবি জানিয়েছে কোর্ট। ক্লিনচিট পাওয়ার পর বিগত কয়েক বছরে পরিবারের সঙ্গে কী কী ঘটেছিল, তা নিয়ে মুখ খুলেছেন রিয়া এবং তাঁর ভাই শৌভিক।
তবে গতবছর হিউম্যানস অফ বোম্বের সঙ্গে একটি কথোপকথনে রিয়া জানিয়েছিলেন, জেলে থাকার অভিজ্ঞতা কতটা ভয়ঙ্কর। তিনি এও জানিয়েছিলেন, জেলে যে সমস্ত কয়েদিরা থাকেন, তাঁদের মধ্যে ৮০ শতাংশ নির্দোষ হন। ২৭ দিন জেলে থাকার অভিজ্ঞতাকে এক অন্য পৃথিবীর সঙ্গে তুলনা করেছিলেন রিয়া।
আরও পড়ুন: কেন আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন? নিজেই জানালেন অভিনেতা আসিফ শেখ
আরও পড়ুন: 'স্রোতে গা ভাসিয়ে ঘটনাটা ঘটিয়ে ফেলেছি...', যৌন বিতর্কে পুলিশের কাছে ক্ষমা চাইলেন সময়
রিয়া বলেছিলেন, ‘জেল আসলে এটি অন্য জগত। ওখানে কোনও সমাজ নেই। সবাই একই সংখ্যা মাত্র। তবে জেলে যারা থাকেন, তাদের মধ্যে ৮০ শতাংশ নির্দোষ হন। অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে।’
রিয়া আরও বলেছিলেন, ‘আমি যাদের সঙ্গে কথা বলেছিলাম তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষ বলেছিলেন তাঁরা এই কাজটি করেননি। যারা করেছিলেন তাদের মধ্যে সকলের বক্তব্য, আত্মরক্ষার জন্য বা অন্য কোনও কারণে তাঁরা অপরাধ করে ফেলেছিলেন। ইচ্ছাকৃতভাবে নয়।’
জেলের অনুভূতি শেয়ার করতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। এমন একটা পরিবেশ, যেখানে আপনাকে প্রতিমুহূর্তেই বাঁচার রসদ খুঁজে নিতে হবে। সারাদিন আপনি যেহেতু তেমন কোনও কাজ করেন না তাই এক একটা দিন শেষ হতে অনেকটা সময় লেগে যায়। এক একটা দিনকে এক এক বছরের মতো লাগে।’
অভিনেত্রী বলেছিলেন, ‘প্রথম প্রথম ওই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সত্যি কঠিন ছিল। একটা গভীর হতাশা এবং অন্ধকার তৈরি হয় মনে। আসলে যারা জেলে থাকে, তারা বিশ্বাসই করতে পারে না যে তারা ওই পরিবেশে থাকতে পারে।’
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব?
আরও পড়ুন: ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘কাহানি থ্রি’?
বিচার ব্যবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে তাকে দোষী প্রমাণ করতে করতেই চার বছর লেগে যায়। তারপর তার শাস্তির মেয়াদ শুরু হয়। অন্যদিকে যারা নির্দোষ, তাদের মধ্যেও কেউ ৭ বছর, কেউ ৮ বছর, কেউ আবার ১০ বছর ধরে জেলে রয়েছেন।’
প্রসঙ্গত, ২০২০ সালে ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে মারা যান সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যুর পর বলিউডের অভ্যন্তরীণ বিভিন্ন অন্ধকার দিক মানুষের সামনে উঠে আসে। অভিনেতার মৃত্যুর ৫ বছর পর প্রমাণিত হয় অভিনেতাকে খুন করা হয়নি, বরং আত্মহত্যা করেই মৃত্যু হয়েছে সুশান্তের।