বাংলা নিউজ > বায়োস্কোপ > শিকেয় সোশ্যাল ডিসট্যানসিং ! NBC দফতরে ঢোকার মুখে রিয়াকে ঘিরে ধরল সংবাদমাধ্যম

শিকেয় সোশ্যাল ডিসট্যানসিং ! NBC দফতরে ঢোকার মুখে রিয়াকে ঘিরে ধরল সংবাদমাধ্যম

রিয়াকে ঘিরে সংবাদমাধ্যমের ভিড় 

এই ছবি সামনে আসতেই টুইটারে অসন্তোষ প্রকাশ করলেন অভিনেত্রী রিচা চাড্ডা, গোহর খানরা।

রবিবার সাত সকালে রিয়ার বাড়িতে হাজির হয়ে সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্তর হাতে সমন ধরায় এনসিবি। পৌঁছেছিলেন এনসিবির জয়েন্ট ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। এরপর বেলা সোয়া এগারোটা নাগাদ এনসিবির দফতরের উদ্দেশ্যে নিজের গাড়িতেই রওনা দেন রিয়া চক্রবর্তী। মুম্বই পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই বেলা ১২টার কিছু পরে রিয়া হাজির হন ব্যালাড এসটেটে এনসিবির দফতরের সামনে। গাড়ি থেকে নামতেই ২৮ বছর বয়সী এই নায়িকাকে ঘিরে ধরল সংবাদমাধ্যম। ‘মাদকচক্রের সঙ্গে আপনার যোগ কী?’, ‘আপনি কি সুশান্তকে ড্রাগ দিতেন?' এই সব প্রশ্নবাণের মধ্যেই রিয়াকে এনসিবি দফতরের ভিতরে ঢোকাতে হিমসিম খেল মুম্বই পুলিশ।

সেই ছবি সামনে আসতেই টুইটারে অসন্তোষ প্রকাশ করলেন অভিনেত্রী রিচা চাড্ডা। করোনার আবহে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবার নিয়ম লঙ্ঘন করা হচ্ছে তা দেখে হতবাক অভিনেত্রী। তিনি লেখেন, ‘সোশ্যাল ডিসট্যানসিং চুলোয় যাক’।

গোহর খানও এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘আমি জীবনে দেখিনি কোনও দাগী অপরাধীর সঙ্গেও এইরকম ব্যবহার করা হচ্ছে তাদের দোষ প্রমাণ হয়ে যাওয়ার পরেও! দয়া করে দোষ প্রমাণ হতে দিন!! মিডিয়া যেভাবে ওর সঙ্গে ব্যবহার করছে তা অত্যন্ত নক্কারজনক’। তিনি যোগ করেন, ‘কারা ওই ক্যামেরামেনগুলো, একদম অশিক্ষিত! এবার কী কোনও মেয়ের মান-সম্মান বলে কিছু থাকবে না’।

এনসিবির তরফে জানানো হয়েছে সুশান্ত মৃত্যু মামলার মূল অভিযুক্তকে নিজেদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জেরা করতে চায় তাঁরা। সুশান্ত মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডের তদন্তে নেমে প্রয়াত অভিনেতার মৃত্যু মামলার দুই অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শুক্রবার রাতেই গ্রেফতার হন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী এবং সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। শনিবার রাতে গ্রেফতার করা হয় মামলার অন্যতম সন্দেহভাজন সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে। যে ১৪ জুনের দিন হাজির ছিল সুশান্তের অ্যাপার্টমেন্টে।

কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে শৌভিক, মিরান্ডা, দীপেশ সকলের সঙ্গে রিয়াকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তাঁরা। এই মামলায় অভিযুক্তদের ইলেকট্রনিক ডাটা এভিডেন্স খতিয়ে দেখছে এনসিবি। যেখানে উঠে এসেছে নিষিদ্ধ মাদক ব্যবহার এবং তা পাচারের কাজেও যুক্ত ছিল অভিযুক্তরা। 

যদিও সিবিআই, এনসিবির তদন্তের মুখোমুখি হওয়ার আগে একাধিক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে রিয়া দাবি করেছেন, ‘আমি জীবনে কোনওদিনই ড্রাগ নিইনি। রক্ত পরীক্ষার জন্য আমি তৈরি’।

এনসিবির দফতরে ঢুকছেন রিয়া
এনসিবির দফতরে ঢুকছেন রিয়া (PTI)

রিয়াকে এই দলিল আজ প্রমাণ করতে হবে এনসিবির আধিকারিকদের সামনে, তা না হলে রিয়া চক্রবর্তীর গ্রেফতার হওয়া আজ কার্যত নিশ্চিত। এমনকি রিয়া রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্ধে এদিন বিবৃতিতে জানান, ''রিয়া গ্রেফতার জন্য প্রস্তুত কারণ এখানে ডাইনির খোঁজ চলছে। যদি কাউকে ভালোবাসা অপরাধ হয় তাহলে নিজের ভালোবাসার জন্য ফল ভোগ করতে তৈরি রিয়া। যেহেতু ও নির্দোষ তাই এখনও পর্যন্ত কোনও আদালতে আগাম জামিনের জন্য আবেদন জানাননি রিয়া, বিহার পুলিশ, সিবিআই, ইডি এবং এনসিবিতে ওর বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলায়'।

বায়োস্কোপ খবর

Latest News

চপার থেকে নামতেই পা জড়িয়ে ধরেন মহিলা, রাস্তায় চুমুও ছুড়লেন তরুণী, কী করলেন দেব শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় !ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না নিজের সম্পত্তি বাঁচাতে রাজীব গান্ধী তুলে দিয়েছিলেন উত্তরাধিকার আইন- মোদী হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিসমাহ মারুফ বেআইনি নির্মাণ কিনা ফ্ল্যাট কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা, চালু হচ্ছে পোর্টাল তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র 'আমরা কোথাও যাচ্ছি না'- বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমেরিকায় টিকটক টেকানোর বার্তা শেষ মুহূর্তে ফোন করেছিলেন ঋষি! ফোন তুলতে পারেননি, সেই আক্ষেপ আজও রয়েছে ঋদ্ধিমার Sri Lanka Women বনাম Thailand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে?

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.