সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কম ঝড় যায়নি রিয়া চক্রবর্তীর জীবন দিয়ে। বারংবার কাটাছেঁড়া করা হয়েছে তাঁর চরিত্র, তাঁর কেরিয়ার নিয়ে। সম্মুখীন হয়েছেন বিস্তর কটাক্ষের। এবার জানালেন তিনি একেবারে নতুন শুরু করলেন জীবনের। শুরু হল তাঁর জীবনের নতুন অধ্যায়।
কী জানিয়েছেন রিয়া চক্রবর্তী?
শনিবার, ২০ জুলাই অভিনয় ছেড়ে পডকাস্টে মন দিলেন রিয়া চক্রবর্তী। জানিয়ে দিলেন তিনি আর অভিনয় নিয়ে ভাবছেন না। বরং তাঁর এই নতুন পডকাস্ট শোতে তিনি তুলে ধরবেন তাঁর বর্তমান মানসিক অবস্থার কথা। এই শোয়ের নাম দিয়েছেন চ্যাপ্টার ২।
২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেপ্টেম্বর মাসে মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়াকে। পরের মাসেই তিনি বেলে ছাড়া পান। কিন্তু এখন সেসব জটিলতা কাটিয়ে তিনি জীবনের ছন্দে ফিরেছেন। আর এদিন তাঁর পডকাস্ট শোতে প্রথমদিনই অতিথি হয়ে এসেছিলেন সুস্মিতা সেন।
এদিন তাঁর এই শোতেই রিয়া আরও একটি বিষয় খোলসা করে দেন। জানিয়ে দেন তাঁর এই পডকাস্ট শো তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে শুরু করা হয়েছে। সেই বিষয়ে তিনি বলেছেন, ' সকলেই আমার চ্যাপ্টার ১ জানেন। বা ধরে নেন যে জানেন। কিন্তু আমি আমাকে নিয়ে আরও কিছু ভাবছি, আমার নিজের নতুন ভার্সন, যেন আমার পুনর্জন্ম হয়েছে। সেটা আমি উদযাপন করতে চাই এমন কারও সঙ্গে যাঁদের জীবনে এই চ্যাপ্টার ২ এসেছে।' তিনি এদিন আরও জানান, 'অনেকেই জিজ্ঞেস করেন যে আমি আমার পেট চালাতে এখন কী করছি। তাঁদের জানাতে চাই আমি অভিনয় থেকে দূরে আছি। এখন মূলত অনুপ্রেরণামূলক কথা বলতে, ভিডিয়ো বানাতেই ভালোবাসি।'